Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেট্রাপোলে বিশেষ অনুষ্ঠান

 

Special-event-in-Petrapole

সমকালীন প্রতিবেদন : ‌বাংলাদেশের ‌৫০ তম স্বাধীনতা দিবস মুক্তিযোদ্ধাদের স্মরণে শুক্রবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে বিএসএফের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হল। উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিকেরা। ছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা আলহাজ একেএম খয়রাত হোসেন সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়।


বাংলাদেশ স্বাধীন হবার পেছনে সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ ভারতীয় সেনাদের অবদান আরও স্মরণে রেখেছেন বাংলাদেশের মানুষ। তাই বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ উঠলেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের কথা বার বার স্মরণ করেন তাঁরা। ভারতীয় সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা যুদ্ধে সামিল হয়েছিলেন বাংলাদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধা।


এবছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বর্ষ। এই উপলক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এদিন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (‌‌BSF) পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দুদেশের শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠান সম্পর্কে মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন বলেন, 'বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ভারতের অবদান আমরা কখনই ভুলতে পারি না। এটা আমাদের রক্তে মিশে গেছে। তাই আজকের দিনে এমন অনুষ্ঠানের আয়োজনে আমরা আপ্লুত।'





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন