Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌৩ ডিসেম্বর, ২০২১

উত্থান প্রকল্প

কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে পুরুলিয়া জেলায়। আর সেই কারণে এই জেলায় অপুষ্টিতে ভোগা মা ও শিশুর সংখ্যা অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে এই জেলায় গুরুতর অপুষ্টির শিকার শিশুদের জন্য শুরু হচ্ছে 'উত্থান' নামে একটি নতুন প্রকল্প। করোনার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। এই কারণে অপুষ্টির সমস্যা কিছুটা বেড়েছে এই জেলায়। শুক্রবার জেলাশাসক রাহুল মজুমদার জানান, বর্তমানে জেলায় গুরুতর অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ২৬৯৮ জন। সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্যই 'উত্থান' নামে বিশেষ কর্মসূচি ‌হাতে নিয়েছে জেলা প্রশাসন। এক্ষেত্রে অপুষ্টির শিকার শিশুদের বাড়ি বাড়ি গিয়ে শিশুদের অবস্থা খতিয়ে দেখা হবে। উত্থানের মাধ্যমে গুরুতর অপুষ্টির শিকার শিশুর মা লক্ষ্মীর ভাণ্ডার সহ কোনও সরকারী সুবিধা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হবে। মায়েদের দেওয়া হবে দশটি করে হাঁসের ছানা।  পেঁপে, পেয়ারা এবং লেবু গাছের চারাও দেওয়া হবে। পাশাপাশি, বাড়িতে জিওল মাছ রাখার ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে স্বনির্ভর হওয়ার সঙ্গে বাড়িতেই পুষ্টিকর খাদ্য তারা পেতে পারেন। 



কমিউনিটি হল

পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল সংলগ্ন ময়দানে কমিউনিটি হল নির্মিত হবে। এই উপলক্ষ্যে শনিবার পুজোর অনুষ্ঠান হল পুরুলিয়া শহরের জিইএল চার্চ ময়দানে। বাউরি সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, প্রাক্তন তৃণমূল বিধায়ক উমাপদ বাউরী, সমাজ এর সম্পাদক দয়াময় বাউরি সহ বাউরী সমাজের সদস্যরা। এদিনই পুজোর অনুষ্ঠানে থেকে মুখ্যমন্ত্রী এই সমাজের জন্য যে সমস্ত কাজগুলি করেছেন, তার বিস্তারিত তুলে ধরেন সৌমেন বেলথরিয়া।  





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন