Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

প্লেসমেন্টে রেকর্ড গড়ল খড়গপুর আইআইটি

 

Kharagpur-IIT-has-a-record-placement

দেবাশীষ গোস্বামী : ইন্ডি‌য়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিগুলি (‌‌IIT)‌ হলো ভারতের প্রকৌশল ও প্রযুক্তির উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। আইআইটির সংখ্যা বাড়তে বাড়তে এখন ভারতে মোট ২৩ টি হয়েছে। পশ্চিমবঙ্গের খড়গপুর তার মধ্যে অন্যতম। NIRF রাঙ্কিং এ গোটা দেশের আইআইটিগুলির মধ্যে খড়গপুর আইআইটির স্থান পঞ্চম।  


পৃথিবী জুড়ে অতিমারি অবস্থার মধ্যেও খড়গপুর আইআইটি এবার শিক্ষার্থীদের চাকরির প্লেসমেন্টের ক্ষেত্রে একটি রেকর্ড সৃষ্টি করেছে। যেটি আইআইটি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি। এবারে খড়গপুর আইআইটির ১১০০ বেশি শিক্ষার্থী চাকরির প্লেসমেন্টের অফার পেয়েছেন। এরমধ্যে ৩৫ টি ইন্টারন্যাশনাল অফার। 


এবারে ১০০ র বেশি কোম্পানি এখানে ক্যাম্পাস ইন্টারভিউয়ের জন্য এসেছে। এরমধ্যে দুজন শিক্ষার্থী আছেন, যাদের সর্বোচ্চ বাৎসরিক বেতন ২ কোটি থেকে ২.৪ কোটি টাকা। এবারে খড়গপুর আইআইটিতে আসা কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাইক্রোসফট, গুগল, উবের, ইন্টেল, আমেরিকান এক্সপ্রেস, হনীওয়েল, স্যামসাং এবং আইবিএম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন