Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১ নভেম্বর, ২০২১

তীর-ধনুক নিয়ে গোপালনগর থানার সামনে বিক্ষোভ আদিবাসীদের

Indigenous-people-protesting in-front-of-the-police-station

সমকালীন প্রতিবেদন : এক আদিবাসী নেতার গাড়ির চালককে আটক করার প্রতিবাদে তীর, ধনুক, ত্রিশুল নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী পুরুষ–মহিলারা। একটি ছিনতাই মামলায় যুক্ত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার সামনে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদিবাসী নেতা সুকুমার সরদারের গাড়ির চালককে সন্দেহজনকভাবে শনিবার আটক করে গোপালনগর থানার পুলিশ। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবিতে এদিন এই বিক্ষোভে সামিল হন তাঁরা। এদিন আদিবাসী নেতা সুকুমার সরদারের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের কয়েকশো সাধারণ মানুষ তীর, ধনুক, ত্রিশুল নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।  


পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হন গোপালনগর থানার ওসি এবং বাগদার এসডিপিও। তাঁরা সমস্যার সমাধান করবার জন্য আন্দোলনকারীদের আশ্বস্ত করে। এরজন্য থানাতে আলোচনা করতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেন। এরপর দুপক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, একটি ছিনতাই মামলার তদন্তের কারণে সুকুমার সরদারের গাড়ির চালককে আটক করা হয়েছিল। এদিন ৫ দফা দাবি জানান বিক্ষোভকারীরা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন