Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ইতিহাসে আজ : ৫ অক্টোবর ২০২১

Today-in-history

ইতিহাসে আজ           

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৮০৫ খ্রিস্টাব্দে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রণেতা লর্ড কর্নওয়ালিস উত্তর প্রদেশের সাজপুরে প্রয়াত হন। 

২) ১৮১১ খ্রিস্টাব্দে বারাসতের অবস্থিত ক্যাভেট কলেজ চিরতরে বন্ধ হয়ে যায়। 

৩) ১৯৫৫ খ্রিস্টাব্দে বাঙ্গালোরে হিন্দুস্থান মেশিন টুলসের উদ্বোধন করেন জওহরলাল নেহেরু।

৪) ১৯৮৯ খ্রিস্টাব্দে মীরা সাহিব বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হন। 

৫) ১৯৯৩ খ্রিস্টাব্দে বোম্বাইতে অনুষ্ঠিত গোল্ড ফ্লেক ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে গীত শেঠি মাইক রাসেলকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হন। 

৬) ১৯৯৭ খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল আফ্রিকার জিঞ্জা'তে মহাত্মা গান্ধীর মূর্তির আবরণ উন্মোচন করেন। 

৭) ১৯৯৯ খ্রিস্টাব্দে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে CTBT সংক্রান্ত বিশেষ মিটিংএ অংশগ্রহণ করবেনা। 

৮) ২০১১ খ্রিস্টাব্দে বিশ্বের সস্তাতম (মাত্র ২২৫০ টাকা) ট্যাবলেট কম্পিউটার 'আকাশ' এর উদ্বোধন হয় ভারতে।

৯) আজকের দিনে জন্মেছিলেন গন্ডোয়ানার রাণী দুর্গাবতী; জনসংঘ ও বিজেপির নেতা কৈলাশপতি মিশ্র; তামিল সিনেমার অন্যতম চিত্রনাট্যকার শ্রীনিবাস আইয়ার রামস্বামী; ভারতীয় ও আন্তর্জাতিক সিনেমার প্রখ্যাত অভিনেতা আদিল হোসেন; ২০০৮ এর মুম্বই হামলায় বীরত্ব প্রদর্শনকারী পুলিশ অফিসার ভি এন এন পাতিল; ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর প্রমুখ। 

১০) আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত গণিতবিদ পি এল ভাটনাগর; ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রকাশক রামনাথ গোয়েঙ্কা; সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের নেতা চিত্ত বসু প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব চলাকালীন নারীবাহিনী রাজকীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ভার্সাইয়ের প্রাসাদের দিকে অগ্রসর হয়।

২) ১৯০৫ খ্রিস্টাব্দে রাইট ভ্রাতৃদ্বয় 'রাইট ফ্লায়ার lll' নামে নতুন বিমান আকাশে ওড়ান। 

৩) ১৯১০ খ্রিস্টাব্দে পর্তুগালে এক বিপ্লবের মধ্যে দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে এবং প্রজাতন্ত্র ঘোষিত হয়। 

৪) ১৯৩৮ খ্রিস্টাব্দে নাৎসি জার্মানি জাতি বিদ্বেষ দেখিয়ে ইহুদীদের পাসপোর্ট বাতিল বলে ঘোষণা করে। 

৫) ১৯৯০ খ্রিস্টাব্দে ১৫০ বছর পর শেষবারের মত অস্ট্রেলিয়ার মেলবোর্নের The Herald সংবাদপত্র পৃথক সংবাদপত্র হিসাবে প্রকাশিত হয়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি দার্শনিক দেনিস দিদেরো; চেক গণিতবিদ গ্লুসেফ গ্যাজানিগা; ব্রিটিশ লেখক ও পরিবেশবিদ ক্যাথারিন কুপার হোপলি; শ্রীলঙ্কান রাজনীতিক ও কূটনীতিক অরুণাচলম মহাদেবা; আমেরিকান ভূতত্ত্ববিদ এম কিং হুবার্ট প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন নরওয়েজাত আমেরিকান রসায়নবিদ নোবেল জয়ী লারস অনসাগার; ইংরেজ গণিতবিদ জেমস এইচ উইলকিনসন; ব্রাজিলিয়ান কৃষিবিদ জোহানা ডোবারিনার; আমেরিকান পরিবেশবিদ টিমোথি ট্রেডওয়েল প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে শ্রদ্ধা চতুর্দশী, ভানুয়াতুতে সংবিধান দিবস, বলিভিয়াতে ইঞ্জিনিয়ার দিবস, বিশ্বব্যাপী 'no prostitution' দিবস, পর্তুগালে প্রজাতন্ত্র দিবস, পাকিস্তান ও রাশিয়াতে শিক্ষক দিবস, আজ বিশ্ব শিক্ষক দিবস। 

সংকলক : স্বপন ঘোষ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন