Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

‌বীর শহীদ সংগ্রামীদের আবক্ষ মূর্তি উন্মোচন

Bust-unveiling

শম্পা গুপ্ত : ১৯৪২ সালে ইংরেজদের ভারত থেকে উৎখাত করতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দে‌ওয়া হয়। ২৯ সেপ্টেম্বর সাবেকি মানভূম জেলার মানবাজার থানা দখলের উদেশ‍্যে রাঙাট‍্যাড় গ্রামে জড়ো হয় চুনারাম মাহাত, গোবিন্দ মাহাত সহ দলবল। পর দিন, ৩০ সেপ্টেম্বর মানবাজার থানা দখল করতে গিয়ে ইংরেজ পুলিশের গুলিতে শহীদ হন চুনারাম মাহাত ও গোবিন্দ মাহাত। 


স্বাধীনতা সংগ্রামীদের সেই স্মৃতিতে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের উদ‍্যোগে কেন্দা থানা মোড়ে আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। বীর শহীদ সংগ্রামীদের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত। 


উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হলধর মাহাত, বন্দনা মাহাত, নিয়তী মাহাত, মেঘদূত মাহাত, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাত, সহকারি সভাপতি পার্থ সারথী মাহাত, কুড়মি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুনীল মাহাত।


এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ‍্য সম্পাদক শুভেন্দু মাহাত, পুঞ্চা ব্লকের সভাপতি  ফনিভূষন মাহাত, সম্পাদক আশুতোষ মাহাত সহ রাজারাম মাহাত, ফটিক চন্দ্র মাহাত, নারায়ন চন্দ্র মাহাত, শিক্ষক উত্তম কুমার মাহাত, তিমির বরন মাহাত, বিবেক মাহাত, সুবোধ রাজোয়াড়, কালাচাঁদ মাহাত সহ এলাকার সাধারন মানুষ।অনুষ্ঠান মঞ্চ থেকে আওয়াজ ওঠে, অন্যান‍্য সংগ্রামীদের সঙ্গে শহীদ চুনারাম মাহাত ও গোবিন্দ মাহাত-র নামও ইতিহাসের পাতায় জায়গা দেওয়া হোক।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন