Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

BONGA : ‌বনগাঁয় বিজেপির জেলা কার্যালয়ে তালা লাগানো নিয়ে নিজেদের মধ্যে কোন্দল

 ‌

BJP-district-office-locked

সমকালীন প্রতিবেদন : বনগাঁয় বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে ‌এলো। অভিযোগ, ভাড়া না পেয়ে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়ির মালিক তথা বিজেপি বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক। উত্তর ২৪ পরগনা জেলার বিজেপির বনগাঁ (BONGA) সাংগঠনিক জেলার পার্টি অফিসের এই ঘটনায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তৃণমূল এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীকোন্দল বলে মন্তব্য করেছে।


জানা গেছে, বনগাঁ শহরের গান্ধীপল্লীতে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক (BJP MLA) অশোক কীর্তনীয়ার বাড়িটিই দলের জেলা কার্যালয় হিসেবে দলের পক্ষ থেকে ভাড়া নেওয়া আছে। জেলা পার্টি অফিসের সেক্রেটারি সুবীর সেনের অভিযোগ, '‌শনিবার সন্ধেয় পার্টি অফিসে এসে তালা ঝোলানো দেখে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছে চাবি আনতে যাই। ৬ মাসের ভাড়া বাকি থাকায় তাঁর ভাই সুজিত কীর্তনিয়া চাবি দিতে অস্বীকার করেন।' 


এই ঘটনাকে দু:‌খজনক বলে উল্লেখ করে সুবীর সেন বলেন, 'এইভাবে তালা না দিয়ে ভাড়া বাকি থাকার বিষয়ে বিধায়ক আমাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। সরাসরি কথা বলে বিষয়টি মিটিয়ে নিলে এমন অপ্রীতিকর ঘটনা ঘটতো না। অশোক কীর্তনিয়া নিজে এই বাড়ির মালিকের পাশাপাশি তিনি দলের বিধায়কও। আর তারপরেও এমন ঘটনা দু:‌খজনক।'‌


যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ উত্তরের (BONGA NORTH) বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি বলেন, '‌পার্টি অফিসর সেক্রেটারী কি কারণে এমন কথা বলছেন, আমার জানা নেই।  ভাড়া নিয়ে সমস্যা নেই। অভিযোগ ভিত্তিহীন। কে বা কারা তালা দিয়েছে, তাও আমার জানা নেই। ওই বাড়ির একাংশে বিধায়কের একটি দপ্তর রয়েছে। সেখানকার চাবি আমার কাছে আছে ঠিকই। মূল অফিসের চাবি আমার কাছে নেই।'‌ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন