Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বারাসত কালী মন্দিরে মমতা ব্যানার্জির জন্য পুজো

 

Worship-for-Mamata-Banerjee

সৌদীপ ভট্টাচার্য : মমতার জন্য বারাসত লরি স্ট্যান্ডের বড় মন্দিরে পুজো দিলেন বারাসত সংসদীয় জেলা তৃণমূল নেতৃত্ব। ভবানীপুর উপনির্বাচনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপুল জয়ের প্রার্থনায় রবিবার বারাসত চাপাডালি মোড়ের কালী মন্দিরে পুজো দিলেন তাঁরা।

সূত্রের খবর, রবিবার বারাসত চাপাডালি মোড়ের কালী মন্দিরে গিয়ে মমতার জয়ের প্রার্থনা করে পুজো দেন তৃণমূল কর্মীবৃন্দ। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতার জন্য ১ লক্ষ ভোটের ব্যবধানে জয়ের প্রার্থনা করেন জেলার তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল সুপ্রিমো মমতার ভবানীপুর-জয় নিয়ে আত্মবিশ্বাসী বারাসতের তৃণমূল নেতৃত্ব। তবে সেই জয়ের ব্যবধান ১ লক্ষ ভোট হোক, এমনটাই প্রার্থনা তাঁদের। ভবানীপুর উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয়ের ব্যাপারে তাঁরা একশো ভাগ নিশ্চিত। 

এদিন তৃণমূল নেতারা জানান, 'ভবানীপুরে ১ লক্ষ ভোটের ব্যবধানে যাতে মমতা ব্যানার্জি জিততে পারেন, সেই প্রার্থনা করতেই আমরা মন্দিরে পুজো দিতে এসেছি। ৩ অক্টোবর এই ভোটের ফল প্রকাশিত হবে। ভবানীপুরের প্রতিটি মানুষের আশীর্বাদ নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন মমতা ব্যানার্জি।’




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন