Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ২৬ সেপ্টেম্বর ২০২১

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯৩১ খ্রিস্টাব্দে ইংরেজ শাসনের অত্যাচারের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ময়দানে এক বিশাল সভায় ভাষণ দেন। 

২) ১৯৩২ খ্রিস্টাব্দে আম্বেদকরের সঙ্গে পুনা চুক্তির পরিপ্রেক্ষিতে আজকের দিনে জারবেদা জেলে গান্ধীজী অনশন ভঙ্গ করেন। 

৩‌) ১৯৮৭ খ্রিস্টাব্দে কলকাতায় পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি প্রতিষ্ঠা করে।প্রথম সভাপতি বিশিষ্ট নাট্যকার দেবনারায়ণ গুপ্ত। 

৪) ১৯৯৭ খ্রিস্টাব্দে প্রখ্যাত ঐতিহাসিক রোমিলা থাপার তৃতীয় ভারতীয় হিসাবে জাপানের সম্মানীয় ফুকুওকা এশিয়ান কালচারাল অ্যাওয়ার্ড লাভ করেন। 

৫) আজকের দিনে জন্মেছিলেন বাঙালির চিরকালীন আইকন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; গুজরাতি ভাষার সাহিত্যিক ও সমাজ চিন্তক মণিলাল দ্বিবেদী; হিন্দি চলচ্চিত্রের প্রবাদপ্রতীম অভিনেতা দেব আনন্দ; ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্কর; প্রবাদপ্রতীম কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় ভারতীয় অর্থনীতিবিদ অর্জুন সেনগুপ্ত প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৯৩৬ খ্রিস্টাব্দে জাপান সাংহাই এর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।

২) ১৯৪৯ খ্রিস্টাব্দে রাশিয়া সমস্ত ধরণের পরমানু অস্ত্র ধ্বংস ও অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিলেও ব্রিটিশ বিদেশ সচিব আর্নেস্ট বেভিন জানিয়ে দেন যে গ্রেট ব্রিটেন পরমাণু অস্ত্রের গবেষণা বন্ধ করবে না। 

৩) ১৯৫৬ খ্রিস্টাব্দে জর্ডন ও ইজরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। 

৪) ১৯৬০ খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও মার্কিন সেনেটর জন এফ কেনেডি'র প্রখ্যাত টেলিভিশন বিতর্ক সম্পন্ন হয়। 

৫) ১৯৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ পপ গ্রুপ বিটেলস কে রাণী এলিজাবেথ বাকিংহাম প্যালেসে পুরস্কৃত করেন

৬) ১৯৮৪ খ্রিস্টাব্দে ব্রিটেন ও চিনের মধ্যে হংকং চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি অনুসারে  ঠিক হয়, ১৯৯৭ এর ১লা জুলাই হংকং এ ১৫০ বছর ব্যাপী ব্রিটিশ শাসনের অবসান ঘটবে।

৭) আজকের দিনে জন্মেছিলেন নেলসন ম্যান্ডেলার পত্নী উইনি ম্যান্ডেলা; প্রখ্যাত সংগীতশিল্পী অলিভিয়া নিউটন জন; আমেরিকান অর্থনীতিবিদ এডিথ অ্যাবট; ইউক্রেনের রাষ্ট্রপতি পেট্রো পোরোসেনকো প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান লেখক উইলিয়াম স্ট্রাঙ্ক; স্প্যানিশ দার্শনিক জর্জ স্যানটায়ানা;  কানাডিয়ান চিকিৎসক সিলভিয়া ফেডোরাক প্রমুখ। 

স্মরণীয় আজ : ইকুয়েডরে জাতীয় পতাকা দিবস, নিউজিল্যান্ডে ডোমিনিয়ন দিবস, ইউরোপিয়ান ইউনিয়নের ভাষা দিবস, আমেরিকায় জাতীয় সুপ্রতিবেশী দিবস, ইয়েমেন এ বিপ্লব দিবস, বার্মাতে গৈরিক বিপ্লব দিবস, বিশ্ব জন্ম নিয়ন্ত্রণ সচেতনতা দিবস, বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস, বিশ্ব নদী দিবস।

সংকলক : স্বপন ঘোষ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন