দেবাশীষ গোস্বামী : পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেল ভারতমালা সড়ক প্রকল্পের কাজ। ২০১৭ সাল থেকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জেলা যেমন উত্তর ২৪ পরগনা, নদীয়া, মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি ভারতমালা সড়ক প্রকল্পের জন্য জরিপ করা শুরু হয়। সেই মতো এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়।
বিজ্ঞপ্তি জারি হওয়ার পর মুর্শিদাবাদের জনৈক বাসিন্দা এই অধিগ্রহণের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। আজ এই মামলার শুনানিতে হাইকোর্টে বিচারক শুভ্রা ঘোষ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের কাছে জমি অধিগ্রহণের বিষয়ে তাদের বক্তব্য জানতে চান।
সেখানে তাদের আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে ভারতমালা সড়ক প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে এবং এই জন্য তারা কোনও জমি অধিগ্রহণ করছে না। এরপর বিচারপতি এই মামলাটির এখানেই সমাপ্তি বলে ঘোষণা করেন। কেন এই প্রকল্পটির কাজ পশ্চিমবঙ্গে বন্ধ রাখা হলো বা আবার কবে কাজ শুরু হবে, এ ব্যাপারে কেন্দ্রীয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ অবশ্য কিছু জানায় নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন