Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ৯ সেপ্টেম্বর ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ 


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯১৫ খ্রিস্টাব্দে বুড়িবালাম নদীতীরে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন এবং তাঁর সঙ্গীদের সঙ্গে পুলিশের লড়াইয়ে চিত্তপ্রিয় রায়চৌধুরীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

২) ১৯২০ খ্রিস্টাব্দে আলিগড়ের মহমেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। 

৩) ১৯২৮ খ্রিস্টাব্দে অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গঠিত হলে উদ্বোধন উপলক্ষ্যে প্রায় ৫০০ জন প্রতিনিধি বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন। শ্রদ্ধানন্দ পার্কে অনুষ্ঠিত এই সম্মেলনে ভাষণ দেন জওহরলাল নেহেরু। এই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে প্রমোদ ঘোষাল, সহ–সভাপতি শচীন মিত্র এবং  সম্পাদক বীরেন দাশগুপ্ত নির্বাচিত হন। 

৪) ১৯৪০ খ্রিস্টাব্দে রড়লাট পার্লামেন্টে ঘোষণা করেন যে আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যে আটলান্টিক চার্টার সম্পাদনা করা হয়েছে তার তৃতীয় ধারা ভারতের প্রতি প্রয়োগ করা হবে না।

৫) বোম্বাইযতে গান্ধি ও জিন্নার মধ্যে স্বাধীনতা ও দেশবিভাগ নিয়ে আলোচনা শুরু হয়। 

৬) ১৯৪৯ খ্রিস্টাব্দে গণপরিষদে সিদ্ধান্ত গৃহীত হয় যে ভারতের রাষ্ট্রভাষা হবে হিন্দি। 

৭) ১৯৯১ খ্রিস্টাব্দে ভারতীয় টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ইউ এস ওপেন জুনিয়র সিঙ্গলস খেতাব জয় করেন। 

৮) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় সেনাবাহিনীর পরমবীরচক্র প্রাপক সেনা আধিকারিক বিক্রম বাত্রা; ভারতীয় সিনেমার সুপরিচিত মুখ লীলা চিটনিস; ভারতীয় রাজনীতিক আর এম বীরাপ্পন; মিউজিক কম্পোজার শ্রীধর ফাদকে; ভারতের ফিল্ম ও থিয়েটার অভিনেতা অশোক লোখান্ডে প্রমুখ। 

৯) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় অভিনেতা বিপিন গুপ্ত; মালায়ালম সিনেমার প্রখ্যাত পরিচালক  পি এন মেনন; মালায়ালম সিনেমার পরিচালক ভেনু নাগাভাল্লি; সামাজিক উদ্যোগপতি ভার্গিস ক্যুরিয়ন প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৭৯১ খ্রিস্টাব্দে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন এর নামে আমেরিকার রাজধানীর নাম রাখা হয় ওয়াশিংটন ডি সি।

২) ১৯২৩ খ্রিস্টাব্দে প্রজাতান্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক রিপাবলিকান পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন। 

৩) ১৯৪৭ খ্রিস্টাব্দে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার আবিষ্কারের প্রাথমিক পদক্ষেপ সফল হয়। 

৪) ১৯৬৯ খ্রিস্টাব্দে ইংরেজির পাশাপাশি ফরাসি কানাডার অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি পায়। 

৫)১৯৯১ খ্রিস্টাব্দে তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীন হয়ে যায়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন মিশরের লেখক ইউসুফ–আল–কারাদাই; আমেরিকান চিত্রকর সোল লিউইট; হাঙ্গেরির লেখক জোলটান ল্যাটিনোভিটজ; ইংরেজ নৃতত্ববিদ জন ডেভিস; আমেরিকান ঐতিহাসিক ড্যানিয়েল পাইপস প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান ঐতিহাসিক চার্লস ম্যাকলিন অ্যান্ড্রুজ; অস্ট্রেলিয়ান ক্রিকেটার চার্লি ম্যাকার্টনি; জার্মান এমব্রাওলোজিস্ট নোবেল পুরস্কার বিজয়ী হান্স স্পীম্যান; ফরাসি মনোবিদ জ্যাক লেকান আমেরিকান গায়ক বিল মনরো প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে হরতিলক তেজ, ইউক্রেনে সশস্ত্র বাহিনী দিবস, কোস্টারিকাতে শিশু দিবস, জাপানে ক্রিসেনথামাম দিবস। 

সংকলক : স্বপন ঘোষ।



1 টি মন্তব্য: