Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ৫ সেপ্টেম্বর, ২০২১

 

Today-in-history

ইতিহাসে আজ


জাতীয় প্রেক্ষিত : 

১‌) ১৯১৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ পুলিশ প্রাথমিক অনুসন্ধানের পর রডা কোম্পানির পিস্তল অপসারণের সঙ্গে যুক্ত যুগান্তর দলের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করে বাড়ি তল্লাসি করে। যাঁদের বাড়ি তল্লাশি করা হয়েছিল তাঁরা হলেন অনুকূল মুখার্জ্জী, কালিদাস বসু, গিরীন্দ্র ব্যানাজ্জী, নরেন্দ্র ব্যানার্জী, শ্রীশ পাল, বৈদ্যনাথ বিশ্বাস ও বিপিন বিহারী গাঙ্গুলী। 

২) ১৯২২ খ্রিস্টাব্দে অমূতবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক মতিলাল ঘোষের জীবনাবসান হয়। বাংলা অমৃতবাজার পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে লেখার জন্য তাঁকে রাজরোষে পড়তে হয়েছিল। 

৩) ১৯৫৭ খ্রিস্টাব্দে রাজ্যসভায় সম্পদ কর বিল গৃহীত হয়। 

৪) ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং ভারতের রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি 'শিক্ষক দিবস' হিসাবে পালন করার সিদ্ধান্ত ঘোষিত হয়। 

৫) ১৯৯৭ খ্রিস্টাব্দে কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির সদর দফতরে বিশ্বজননী মাদার টেরিজার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

৬) আজকের দিনে জন্মেছিলেন স্বাধীনতা সংগ্রামী ভি এস চিদম্বরম, কবি ও ঐতিহাসিক আনন্দ চন্দ্র আগরওয়াল, প্রখ্যাত কাবাডি খেলোয়াড় এইচ বি বাজেখানা, ধ্রুপদী বংশীবাদক কেশব গিন্দে, হিন্দি চিত্র পরিচালক ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া, রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব, গীতিকার ইর্শাদ কামীল, শরোদ শিল্পী আয়তন আলি খান প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় জাতীযতাবাদী নিরালম্ব স্বামী; বিখ্যাত সেতারবাদক নবদ্বীপচন্দ্র দেববর্মণ; PAN AM Flight 73 যেটিকে সন্ত্রাসবাদীরা করাচিতে হাইজ্যাক করে নিয়েগিয়েছিল– সেই বিমানের হেড পারসার নীরজা ভানত;  হিন্দি কবি শরোদ যোশী;  প্রবাদপ্রতীম গীতিকার, সুরকার, কম্পোজার সলিল চৌধুরী; ভারতীয় পরমাণু বিজ্ঞানী এইচ এন সেঠানা; বিখ্যাত স্থপতি ভি জি স্থপতি প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৮৮২ খ্রিস্টাব্দে আমেরিকাতে প্রথম শ্রমদিবসের কুচকাওয়াজ নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়। 

২) ১৯৪১ খ্রিস্টাব্দে গোটা এস্টোনিয়া নাৎসি জার্মানি দখল নেয়। 

৩) ১৯৪৪ খ্রিস্টাব্দে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ 'বেনেলুক্স' সংগঠন গড়ে তোলে। 

৪) ১৯৫৭ খ্রিস্টাব্দে কিউবান বিপ্লব চলাকালে চিয়েনফুগোতে বাতিস্তা সরকার বোমা নিক্ষেপ করে বিপ্লবীদের ওপর।

৫) ১৯৭২ খ্রিস্টাব্দে 'মিউনিখ ম্যাসাকার' ঘটে। 'ব্ল্যাক সেপ্টেম্বর' নামে একটি প্যালিস্তিনিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীর আক্রমণে মিউনিখ অলিম্পিকের ১১ জন ইজরায়েলি অ্যাথলিট নিহত হয়। 

৬) ১৯৮৪ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার প্রথম প্রদেশ হিসাবে পশ্চিম অস্ট্রেলিয়া দৈহিক শাস্তিপ্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। 

৭) ১৯৯০ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে শ্রীলঙ্কার সেনাবাহিনী ১৫৮ জন সিভিলিয়ানকে হত্যা করে। 

৮) আজকের দিনে জন্মেছিলেন বিখ্যাত ইংরেজ চিকিৎসক ডেনিস উইলকিনসন; অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেন মিউলেমান; আমেরিকান অভিনেত্রী ক্যারল লরেন্স;‌ ইতালিয়ান কবি ড্যারিও ব্যালেজা; স্কটিশ গায়ক এ এল স্টিউয়ার্ট  প্রমুখ।

৯) আজকের দিনে প্রয়াত হন বেলজিয়ান কবি মার্সেল থিরি; আমেরিকান চিকিৎসক জেন রবার্ট; আমেরিকান কার্টুনিস্ট জেরি আইগার; ফরাসি সিনেমাটোগ্রাফার; ইংরেজ ঐতিহাসিক অ্যালান ক্লার্ক; ক্রোয়েশিয়ান অর্থনীতিবিদ ভ্লাদিমির জারজাভিক প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে শিক্ষক দিবস, আন্তর্জাতিক দাতব্য দিবস, ডেনমার্কে পতাকা উত্তোলন দিবস, ভিয়েতনামে স্কুলের প্রথম দিন। 

সংকলক : স্বপন ঘোষ 



1 টি মন্তব্য: