Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

উপেক্ষার কারণে মন ভেঙে যাওয়ায় ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বলে জানালেন যুবরাজ

 

Yuvraj-Singh

সমকালীন প্রতিবেদন : ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন যুবরাজ সিং। ক্যানসারের সঙ্গে লড়াই করেও ভারতের হাতে বিশ্বকাপ তুলে দেওয়া সেই তারকাই শেষ পর্যন্ত ক্রিকেট থেকে অবসর নেন গভীর হতাশা ও অসম্মানের অনুভূতি নিয়ে– এ কথা নিজেই প্রকাশ্যে জানালেন যুবরাজ। অবসরের প্রায় সাত বছর পর সম্প্রতি সানিয়া মির্জার একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের সেই কঠিন সিদ্ধান্তের কারণ তুলে ধরেছেন ভারতের প্রাক্তন এই অলরাউন্ডার।

যুবরাজ জানান, কেরিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি আর ক্রিকেট উপভোগ করতে পারছিলেন না। মাঠে নামার আগে বারবার মনে হতো, কেন তিনি এখনও খেলছেন এবং কার জন্যই বা খেলছেন। তাঁর কথায়, সমর্থনের অভাব ও বারবার অসম্মানিত হওয়ার অনুভূতি তাঁকে মানসিক ও শারীরিক ভাবে ভেঙে দিয়েছিল। সেই হতাশা থেকেই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল থেকেও অবসর নেন যুবরাজ।

যদিও খেলার প্রতি ভালোবাসা কমেনি বলেই দাবি তাঁর। তবে আনন্দহীন ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাননি তিনি। যুবরাজ আরও বলেন, অবসর নেওয়ার দিন থেকেই তিনি যেন আবার নিজেকে ফিরে পান। কার কাছ থেকে তিনি সমর্থন পাননি বা কে তাঁকে অসম্মান করেছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি যুবি।

ভারতের সীমিত ওভারের ক্রিকেট ইতিহাসে যুবরাজ সিংয়ের অবদান অনস্বীকার্য। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ে তাঁর ভূমিকা আজও স্মরণীয়। তাঁর এই স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে।




‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন