Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের‌ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 

Annual-sports-competition

সমকালীন প্রতিবেদন : উৎসবমুখর পরিবেশে ও ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বনগাঁ ১ নম্বর চক্রের অন্তর্গত কুমুদিনী গার্লস স্কুলের (প্রাথমিক বিভাগ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের মাঠে এই প্রতিযোগিতার আসর বসেছিল। দিনভর চলে ছাত্রীদের নানাবিধ শারীরিক কসরত ও ক্রীড়া কৌশল প্রদর্শন।

এদিন সকালে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য মেনে মশাল দৌড় এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দ। ছাত্রীদের সুশৃঙ্খল মার্চ পাস্ট ও ক্রীড়া উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার প্রধান দিলীপ মজুমদার। এছাড়াও মঞ্চ আলোকিত করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ কাপুড়িয়া, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শুভজিৎ দাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলি মন্ডল, শিক্ষা আধিকারিক বিশ্বজিৎ পাল।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ভবেশ বিশ্বাস-সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গুণীজনেরা উপস্থিত থেকে ছাত্রীদের উৎসাহিত করেন। প্রাথমিক বিভাগের খুদে পড়ুয়ারা বিভিন্ন ধরনের দৌড় সহ একাধিক বৈচিত্র্যময় ইভেন্টে অংশ নেয়। স্কুলের প্রধান শিক্ষিকা মলিনা সিকদার সহ উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পুরপ্রধান দিলীপ মজুমদার ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন।

সবশেষে বিকেল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর ও সফল ক্রীড়া দিবসের পরিসমাপ্তি ঘটে। গোটা অনুষ্ঠানটি পরিচালনা ও সার্থক করে তোলার পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতার প্রশংসা করেন প্রধান শিক্ষিকা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন