Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

 

Young-man-arrested

সমকালীন প্রতিবেদন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস এবং টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ‌বছর ২৬ বয়সের ধৃত যুবকের নাম অসীম ঘোষ। শনিবার তাঁকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অসীম ঘোষের বাড়ি গাইঘাটা থানার অন্তর্গত আনন্দপাড়া খালপাড় এলাকায়। প্রায় আট বছর আগে এক যুবতীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ওই যুবতীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে অসীম। পাশাপাশি সম্পর্কের সুযোগ নিয়ে দফায় দফায় প্রায় ৭০ হাজার টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগকারিণীর দাবি, দীর্ঘদিন সম্পর্ক চলার পর তিনি যখন বিয়ের জন্য চাপ দেন, তখন অসীম নানা অজুহাতে বেঁকে বসে এবং শেষ পর্যন্ত বিয়ে করতে অস্বীকার করে। এরপরই ওই মহিলা গাইঘাটা থানায় গিয়ে অসীম ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গাইঘাটা থানার পুলিশ। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্ত অসীম ঘোষকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন