Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

স্পনসর হিসেবে আইপিএলে যুক্ত হল Google-এর Gemini AI

 

Sponsor-of-IPL

সমকালীন প্রতিবেদন : আইপিএল যে বিসিসিআইয়ের ‘সোনার ডিম পাড়া হাঁস’, তা আরও একবার প্রমাণিত হল। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশে অনলাইন ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় Dream11-সহ একাধিক স্পনসর হারিয়ে আর্থিক ধাক্কা খেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই ক্ষতি খুব দ্রুতই সামলে নিল বিসিসিআই, আর তার প্রধান হাতিয়ার আবারও আইপিএল।

সূত্রের খবর, আইপিএলের সঙ্গে তিন বছরের জন্য বিরাট চুক্তি করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম Gemini AI। ২০২৬ সাল থেকে শুরু হয়ে এই চুক্তি চলবে ২০২৮ সাল পর্যন্ত। এই তিন বছরে Gemini AI আইপিএলকে মোট ২৭০ কোটি টাকা দেবে। অর্থাৎ, প্রতি বছর প্রায় ৯০ কোটি টাকার বিনিময়ে আইপিএলের সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম বড় টেক জায়ান্টের AI প্ল্যাটফর্ম।

২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে আইপিএলকে আর পিছনে তাকাতে হয়নি। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এই টুর্নামেন্টই বিশ্বের সবচেয়ে লাভজনক ফ্র্যাঞ্চাইজি লিগ। সম্প্রতি ফ্যান্টাসি গেমিং সংস্থাগুলি সরে দাঁড়ানোয় স্পনসরশিপে সাময়িক ধাক্কা এলেও, গুগলের মতো সংস্থার অন্তর্ভুক্তিতে সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে গেল।

উল্লেখযোগ্য বিষয় হল, Gemini AI-এর প্রতিদ্বন্দ্বী ChatGPT ইতিমধ্যেই ভারতের ক্রিকেট বাজারে ঢুকে পড়েছে। মহিলাদের আইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে ChatGPT, যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। সেই তুলনায় অনেক বড় অঙ্কের বিনিয়োগ করে আইপিএলের সঙ্গে যুক্ত হল Gemini AI।

এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা-কে দেওয়া সাক্ষাৎকারে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, Google নয়, তাদের AI মডেল Gemini AI-ই আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে। এর ফলে বিসিসিআইয়ের আর্থিক শক্তি যেমন আরও মজবুত হল, তেমনই বিশ্ব ক্রিকেটে আইপিএলের প্রভাবও বাড়ল।

বিশেষজ্ঞদের মতে, ক্রিকেটে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাগুলির বিজ্ঞাপন ও বিনিয়োগ আরও বাড়বে। শুধু আইপিএলেই আগামী দুই থেকে তিন বছরে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত AI বিজ্ঞাপনে বিনিয়োগ হতে পারে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই Gemini AI ও ChatGPT আগেভাগে আইপিএলের বাজার দখলের চেষ্টা করছে।

প্রসঙ্গত, অনলাইন গেমিং সংস্থার সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর অ্যাপোলো টায়ার্স ভারতীয় ক্রিকেট দলের জার্সির মূল স্পনসর হয়েছে ৫৫৪ কোটির বিনিময়ে। এছাড়াও ক্যাম্পা, এসবিআই লাইফ, অ্যাটমবার্গ ও এশিয়ান পেইন্টসের মতো একাধিক সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। এরই মাঝে আইপিএলে গুগলের প্রবেশ আরও একবার প্রমাণ করল– বিশ্ব ক্রিকেটে আর্থিক দিক থেকে আইপিএলের সমকক্ষ এখন কেউ নেই।‌‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন