Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

বনগাঁর খয়রামারীতে বেআইনি মাদক কারবারের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

 ‌

Drug-trafficking

সমকালীন প্রতিবেদন : বনগাঁর খয়রামারী এলাকায় বেআইনি মাদক ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সকালে খয়রামারী কালী মন্দিরের পিছনে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ৬–৭ বছর ধরে এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মাদক কারবার। স্থানীয়দের দাবি, সাহেব মিত্র ও তার বোন বুলটি মিত্র নিজেদের বাড়ি থেকেই নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করে আসছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারের জেরে খয়রামারী এলাকায় নেশাগ্রস্ত যুবকদের উৎপাত বেড়েছে। প্রতিদিনই নানা অশান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। জানা গিয়েছে, দু’দিন আগে পুলিশ মাদক কারবারের অভিযোগে সাহেব মিত্রকে গ্রেফতার করে। তার পর থেকেই রাতের অন্ধকারে এলাকার কয়েকটি বাড়িতে বড় বড় ইট ও পাথর ছোড়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বাড়ির সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মাদক বিক্রেতা সাহেব মিত্রের বোন বুলটি মিত্রকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় বেআইনি মাদক ব্যবসা সম্পূর্ণ বন্ধের দাবিতে তাঁরা মিলিতভাবে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন