সমকালীন প্রতিবেদন : বনগাঁর নয়াগোপালগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এবং আয়োজক ক্লাব কর্তৃপক্ষের মধ্যে চরম বাগবিতণ্ডা শুরু হয়েছে। অভিনেত্রীর তোলা হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহল। যদিও আয়োজক ‘যুবক সংঘ’ ক্লাবের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে অভিনেত্রীর দেহরক্ষীদের বিরুদ্ধেই অভব্য আচরণের পাল্টা অভিযোগ আনা হয়েছে।
রবিবার রাতে নয়াগোপালগঞ্জে যুবক সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানের পর মিমি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন যে, সেখানে তিনি হেনস্থার শিকার হয়েছেন। তাঁর দাবি, অনুষ্ঠান চলাকালীন তাঁর সাথে অপেশাদার আচরণ করা হয়েছে, যা নিয়ে তিনি ক্ষোভ উগরে দেন।
সোমবার ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে অভিনেত্রীর সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়। ক্লাবের দাবি অনুযায়ী, অভিনেত্রীর রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা থাকলেও তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ১১টা ৪০ মিনিটে।
সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং প্রশাসনিক নির্দেশ মেনে রাত ১২টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা ছিল। মিমি মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই অর্থাৎ রাত ১২টা ০৪ মিনিটে গান থামিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ক্লাব সদস্যদের বক্তব্য, স্রেফ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। এর মধ্যে কোনও অপমান বা হেনস্থার উদ্দেশ্য ছিল না।
আয়োজকদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে মিমির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। ক্লাবের দাবি, মঞ্চে উপস্থিত বেশ কয়েকজন মহিলার সঙ্গে মিমির দেহরক্ষীরা অত্যন্ত দুর্ব্যবহার করেন এবং তাঁদের গায়ে হাত দিয়ে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয় দর্শক এবং ক্লাব সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়।
বর্তমানে এই ‘দাবি-পাল্টা দাবি’ ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। বনগাঁর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন সোস্যাল মিডিয়ায় অভিনেত্রীর সাথে এমন ঘটনার কথা জানতে পেরে অনেকে ক্ষুব্ধ, অন্যদিকে প্রশাসনের নিয়ম মানার বিষয়টিকেও সমর্থন জানাচ্ছেন একাংশ। এদিনের ঘটনার বিষয়ে পুলিশের কাছে ইমেল মারফত লিখিত অভিযোগ জমা করেছেন মিমি চক্রবর্তী।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন