সমকালীন প্রতিবেদন : জানুয়ারির শেষ প্রান্তে এসে আবারও খানিকটা চমক দিল শীত। জাঁকিয়ে ঠান্ডার আশা প্রায় শেষ হয়ে গেলেও পরপর দু’দিনে তাপমাত্রা কমে নতুন করে আলোচনায় আবহাওয়া। লম্বা উইকেন্ডে এই সামান্য পারদ পতন সাময়িক, না কি আরও ঠান্ডার ইঙ্গিত– সেই দিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পরপর দু’দিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নেমেছে। কলকাতায় বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার তা কমে দাঁড়ায় ১৪ ডিগ্রিতে। অর্থাৎ দু’দিনে প্রায় ১.৭ ডিগ্রি পারদ পতন লক্ষ্য করা গেছে। যদিও জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে বড়সড় শীতের কামড় পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে ঘোরাফেরা করবে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, প্রজাতন্ত্র দিবস এবং তার পরবর্তী সময়েও সেভাবেই থাকার সম্ভাবনা। রাজ্যের কোথাও উল্লেখযোগ্য শীত বৃদ্ধি বা বড় পারদ পতনের পূর্বাভাস নেই।
বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই এবং পুরো রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কুয়াশা নিয়ে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। রবিবারের পর সোমবার সকালেও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের এক-দু’টি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
মঙ্গলবার এই তালিকায় যুক্ত হবে উত্তর ২৪ পরগনা ও নদিয়া। সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট ধীরে ধীরে কমবে বলেই পূর্বাভাস। অন্য দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে সোমবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের এক-দু’টি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে, জানুয়ারির শেষে রাজ্যে শীতের হালকা উপস্থিতি থাকলেও বড় কোনও ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন