সমকালীন প্রতিবেদন : দীর্ঘ জল্পনার অবসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। শনিবার একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট এবং সংবাদমাধ্যম সূত্রে এই খবর সামনে এসেছে। আইসিসি ইতিমধ্যেই বিষয়টি লিখিতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-কে জানিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি। প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে স্কটিশরা কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ ফেব্রুয়ারি, ইটালির বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি খেলবে। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেপালের মুখোমুখি হবে তারা।
জানা গিয়েছে, শুক্রবার দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতে বোর্ড স্তরের বৈঠকেই বাংলাদেশের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়। সেই বৈঠকের পরই সন্ধ্যায় বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলকে ই-মেইল করে আইসিসি তাদের সিদ্ধান্ত জানায়। এক আইসিসি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ ভারতে এসে খেলবে কি না, সে বিষয়ে কোনও স্পষ্ট অবস্থান না জানানোয় এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
মূলত নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে খেলতে রাজি ছিল না বাংলাদেশ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, আইসিসি বাংলাদেশের প্রতি সুবিচার করেনি। তবে আইসিসির তরফে একাধিকবার জানানো হয়েছিল, ভারতে নিরাপত্তার কোনও ঘাটতি নেই এবং প্রয়োজনীয় সব ব্যবস্থাই করা হয়েছে।
এর আগে বিসিবি হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব দেয়, এমনকি গ্রুপ পরিবর্তনের কথাও তোলে। কিন্তু আইসিসি সেই সব প্রস্তাব নাকচ করে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই ডেডলাইনের মধ্যেও ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি। ফলে বাংলাদেশের জায়গায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার পথেই হাঁটে আইসিসি।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রিকেট মহল। বাংলাদেশের ‘গড়িমসি’ আর বরদাস্ত না করেই আইসিসি দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিশ্বকাপের দরজা কার্যত বন্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য, আর অপ্রত্যাশিত সুযোগ পেল স্কটল্যান্ড। ক্রিকেটপ্রেমীদের নজর এখন আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন