বুধবার বনগাঁর আপনজন মাঠ সংলগ্ন প্রকল্প এলাকাটি সরেজমিনে খতিয়ে দেখেন পুরপ্রধান দিলীপ মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। প্রকল্পের পরিকাঠামো, বর্তমান কাজের অগ্রগতি এবং গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।
পুরসভা সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে লক্ষ্য, বনগাঁ শহর ও সংলগ্ন পুরসভা এলাকার প্রতিটি কোণায় পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
পুর কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে দীর্ঘ দিন ধরে এই প্রকল্পের কাজ থমকে ছিল। এদিন এক্সিকিউটিভ অফিসার জানান যে, সেই সমস্ত আইনি ও প্রযুক্তিগত জট কাটিয়ে পুনরায় পুরোদমে কাজ শুরু হয়েছে।
"রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে। যেটুকু অংশ বাকি ছিল, তা দ্রুত সম্পন্ন করে আগামী চার মাসের মধ্যে আমরা বনগাঁবাসীকে এই প্রকল্পের সুফল উপহার দিতে পারব।" এদিন এমনই জানালেন পুরপ্রধান দিলীপ মজুমদার।
প্রকল্প এলাকা পরিদর্শনকালে পুরপ্রধান স্পষ্ট জানিয়ে দেন যে, কাজের গুণগত মানের সাথে কোনো আপস করা হবে না। ভবিষ্যতে যাতে জল সরবরাহ নিয়ে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা না দেয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। গায়ত্রী জল প্রকল্প চালু হলে বনগাঁর বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আর্সেনিকমুক্ত ও পরিশ্রুত পানীয় জল পাবেন, যা জনস্বাস্থ্যের নিরিখে এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন