Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরনগর জুড়ে কুকুরের তাণ্ডব: কামড়ে জখম চল্লিশেরও বেশি, আতঙ্কে স্থানীয়রা

 

Dog-rampage

সমকালীন প্রতিবেদন : রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত ঠাকুরনগর জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করল এক দেশি কুকুর। হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠা লাল রঙের ওই কুকুর চলতি পথে যাকে-তাকে লক্ষ করে কামড়ে দেয়। ফলে আতঙ্কের ছায়া নেমে আসে পুরো ঠাকুরনগর বাজার চত্বর ও হাসপাতাল এলাকার বাসিন্দাদের মনে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ঠাকুরনগর বাজারে একাধিক সাধারণ পথচারীর উপর ঝাঁপিয়ে পড়ে ওই কুকুর। এরপর নওদাগা এবং ঠাকুরনগর হাসপাতাল চত্বরেও একের পর এক ব্যক্তিকে আক্রান্ত করে। এমনকি হাসপাতাল চত্বরেই ওষুধ কিনতে আসা লোকজন থেকে শুরু করে বিয়ে বাড়িতে আসা অতিথিরাও রেহাই পাননি কুকুরের আক্রমণ থেকে।

ক্রমাগত এই হামলায় স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। আতঙ্কিত জনতা খবর দেয় গাইঘাটা থানায়। পুলিশ কুকুরটির সন্ধান শুরু করেছে বলে জানা গেছে। হাসপাতাল ভর্তি আহতদের অনেকেই। একটি কুকুরই গোটা ৪০ জনের উপর হামলা চালিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। 

ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক জানান, রাত ১০টা পর্যন্ত ৩৫–৪০ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দুপুরের কামড়ে বেশ কয়েকজনের গভীর ক্ষত হয়েছে, যাঁদের সেলাই দিতে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে আসা এক ব্যক্তিকে ১১টি সেলাই দিতে হয়েছে। আহতকে দ্রুত অ্যান্টি-রেবিস ও টিটেনাস ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

হঠাৎ এমন আক্রমণাত্মক আচরণের কারণ হিসেবে চিকিৎসকরা মনে করছেন, কুকুরটি হয়তো জলাতঙ্কে আক্রান্ত হতে পারে। তাই প্রশাসনের পাশাপাশি চিকিৎসকরা স্থানীয়দের সতর্ক থাকতে এবং আহত কেউ চিকিৎসার বাইরে না থাকলে অবিলম্বে হাসপাতালে আসার আবেদন জানিয়েছেন। ঠাকুরনগর জুড়ে বর্তমানে সেই কুকুরের খোঁজে তৎপর পুলিশ। কিন্তু কুকুরটি ধরা না পড়া পর্যন্ত আতঙ্ক কাটছে না এলাকার সাধারণ মানুষের মধ্যে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন