Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বনগাঁ পুরসভায় অনাস্থা প্রস্তাব ইস্যুতে বিশেষ বৈঠক, ১০ ডিসেম্বরেই নির্ণায়ক ভোটাভুটি

 

Motion-of-no-confidence

সমকালীন প্রতিবেদন : বনগাঁ পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল বনগাঁ পুরসভায়। আগামী ১০ ডিসেম্বর এই অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির জন্য বিশেষ বৈঠক আহ্বান করলেন তৃণমূলের তিন কাউন্সিলর কৃষ্ণ রায়, জ্যোৎস্না আঢ্য এবং নারায়ণ ঘোষ।

পুরসভা সূত্রে জানা গেছে, ওই বৈঠকেই নির্ধারিত হবে পুরপ্রধানের ভবিষ্যৎ। অনাস্থা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা মিললে বনগাঁ পুরসভার শীর্ষ প্রশাসনিক পদে পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পুরসভার মোট ৯ জন কাউন্সিলর বর্তমান পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে বৈঠক ডেকে ভোটাভুটির ব্যবস্থা করার কথা ছিল পুরপ্রধানের। কিন্তু তিনি তা না করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

এর পাশাপাশি, উপপুরপ্রধানের দায়িত্বপ্রাপ্ত কেউ বর্তমানে না থাকায় নিয়ম মেনেই তিনজন কাউন্সিলর বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছেন। দলের বিক্ষুব্ধ কাপন্সিলরেরা এমনই যুক্তি দেখিয়ে এই বৈঠক ডেকেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, পুরপ্রধান গোপাল শেঠ শারীরিক অসুস্থতার কারণে ১৪ নভেম্বর থেকে এখনও পর্যন্ত ছুটিতে রয়েছেন। এই মুহূর্তে তিনি বনগাঁয় নেই। অনাস্থা ইস্যুতে তাঁর কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

বৈঠকের দিন যত এগোচ্ছে, ততই বেড়ে চলেছে রাজনৈতিক উত্তাপ। সংখ্যার হিসাব-নিকাশের দিকে এখন নজর গোটা বনগাঁবাসীর। পুরপ্রধানের গদি কি টিকে থাকবে গোপাল শেঠের? উত্তর মিলবে ১০ ডিসেম্বরেই।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন