সমকালীন প্রতিবেদন : সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণের সেবাপথে এক চতুর্থাংশ শতাব্দীর ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল বরানগরের ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ২০০০ সাল থেকে নিরলস সেবার ধারাকে অব্যাহত রেখে এই সংস্থা রবিবার আয়োজন করল ‘রজত জয়ন্তী’ বর্ষ উদযাপন। জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকল বরানগরবাসীর কাছে।
এদিন সকালে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান পর্ব শুরু হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন। ২৫ বছরের সাফল্যযাত্রাকে সামনে রেখে সমাজের তরে নানা সেবামূলক কর্মকাণ্ডে মুখর থাকে ন-পাড়া এলাকা।
এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন উদ্যোগের মধ্যে ছিল রক্তদান শিবির। সেনাবাহিনীর উদ্দেশ্যে আয়োজিত এই শিবিরে ৫০ জন রক্তদান করে সমাজসেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করেন। ছিল বিশেষভাবে সক্ষমদের সাহায্য প্রদান। সেখানে ২৫ জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এদিন প্রান্তিক মানুষদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সমাজে সংগ্রামী অবস্থানে থাকা ২৫ জন প্রান্তিক প্রতিনিধিকে সংবর্ধনা ও সম্মাননা দিয়ে নতুন উদ্যমে পথচলার অনুপ্রেরণা যোগানো হয়। এছাড়াও সংস্থার ২৫ বছরের পথচলায় যাঁরা পাশে থেকেছেন, সেই সব সহযোগী, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদেরও সম্মানিত করা হয়।
এদিনে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, বিধায়ক ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ অরিত্রিকা ভট্টাচার্য, বরানগর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী সুরাত্মানন্দজী মহারাজ, ব্যবসায়ী নিখিল জৈন সহ ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ছিলেন এ টি কে-র প্রাক্তন ফুটবলার মহম্মদ রফিক, ফিফার রেফারি প্রাঞ্জল ব্যানার্জি, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্রাক্তন তারকা প্রতাপ সেনাপতি, গৌতম ঘোষাল সহ অন্যান্যরা।
সোসাইটির সভাপতি সংগ্রাম বিশ্বাস, সম্পাদক রাজু সোম, রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ও বরানগর পৌরসভার সিআইসি অঞ্জন পাল, আহ্বায়ক সোমনাথ ভট্টাচার্য ও শুভ্রাংশু বসু তাঁদের বক্তব্যে জানান— “২৫ বছর ধরে মানুষের পাশে থাকার অঙ্গীকার আরও শক্তিশালী হল। সমাজের কল্যাণে আগামীতেও আরও বড় স্বপ্ন ও কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই আমরা।” সংস্থাটি ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সেবার ক্ষেত্র আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন