Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বনগাঁয় টোটো রেজিস্ট্রেশনের সূচনা, প্রথম দফায় ১০০ চালকের হাতে নম্বর প্লেট

 

Toto-Registration

সমকালীন প্রতিবেদন : ‌সরকারি নির্দেশিকা অনুসারে বনগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হলো টোটো চালকদের রেজিস্ট্রেশন কর্মসূচি। মঙ্গলবার নিউ মার্কেট বাসস্ট্যান্ড চত্বরে এক বিশেষ অনুষ্ঠানে টোটো চালকদের হাতে নম্বর প্লেট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বনগাঁ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ।

নারায়ণ ঘোষ জানান, গোটা জেলায় টোটো চালকের সংখ্যা আনুমানিক ৮ থেকে ১০ হাজার। তাঁদের মধ্যে সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রথম দফায় প্রায় পাঁচ হাজার চালক আবেদন করেছেন। সেই আবেদনের প্রাথমিক পর্যায় হিসেবে এদিন ১০০ জনের হাতে নম্বর প্লেট তুলে দেওয়া হয়।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হওয়ায় রাস্তার অনিয়ম, যানজট ও অবৈধ টোটো চলাচলের মতো সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী সংগঠনের নেতৃত্ব। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে চালকরা ইন্সুরেন্স, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন অধিকার ও সুবিধা পাবেন। শহরে নিয়ন্ত্রণহীনভাবে টোটোর সংখ্যা বাড়তে থাকায় যে অব্যবস্থা তৈরি হচ্ছিল, সেটিও এখন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।

সংগঠনের সভাপতির ভাষায়, “আগের মতো আর এলোমেলোভাবে টোটো বাড়বে না। বিষয়টি যাতে আরও সুসংগঠিত হয়, সে জন্য পরিবহন দপ্তরের কাছেও আমরা আবেদন করেছি।” তিনি আরও বলেন, ৩০ নভেম্বরের মধ্যে যাঁরা আবেদন করবেন, তাঁদের প্রত্যেককেই নম্বর প্লেট প্রদান করা হবে। 

যদিও রাস্তায় টোটো চলাচল নিয়ে নানা প্রশ্ন আছে। বিরোধীদের অভিযোগ, টোটো বানিজ্যিকভাবে রাস্তায় নামাতে গেলে টোটোর দামের অনেক বেশি টাকা খরচ করতে হয় টোটো মালিকদের। আর এভাবেই বনগাঁ শহরে হাজার হাজার টোটো চলাচল করছে। যার কারণে শহরে যানজট লেগেই থাকছে। স্থানীয়দের আশা, সরকারিভাবে টোটোদের উপর নিয়ন্ত্রণ আনলে যানজটের সমস্যা কিছুটা মিটবে।

এদিনের এই অনুষ্ঠানে টোটো চালকদের হাতে শ্রমিক সুরক্ষা কার্ড ও বেতন সংক্রান্ত নথিও প্রদান করা হয়। এতে ভবিষ্যতে তাঁদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বড় উপকার মিলবে বলে মনে করা হচ্ছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন