Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ইডেন টেস্টে লজ্জার হার, পিচ নিয়ে তুমুল বিতর্ক

 

India-defeat-Eden-Test

সমকালীন প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে প্রত্যাশার তুলনায় ব্যাটিং বিপর্যয়, মাত্র ৩০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়ল ভারত। প্রথাগতভাবে রানবহুল ইডেনে এ বার দেখা গেল অন্য ছবি– ক্রিকেটের নন্দনকানন যেন অচেনা হয়ে উঠল, রূপ নিল বোলারদের স্বর্গরাজ্যে। ফলস্বরূপ দীর্ঘ ১৩ বছর পর ইডেনে এবং ১৫ বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হারল টিম ইন্ডিয়া।

টেস্ট শুরুর আগে থেকেই পিচ নিয়ে তীব্র চর্চা চলছিল। ভারতীয় দলের অনুরোধে স্পিন সহায়ক উইকেট তৈরি করা হয়, যদিও পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছিলেন– ইচ্ছে থাকলেও স্পোর্টিং উইকেট বানানো সম্ভব হয়নি। তিন দিন না পেরোতেই টেস্ট শেষ হয়ে যাওয়ার পরও কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন, দায় পিচের নয়, দায় ব্যাটসম্যানদের ব্যর্থতার।

ম্যাচ শেষে গম্ভীর বলেন, “এই ধরণের উইকেটই আমরা চেয়েছিলাম। কিউরেটর আমাদের ভীষণ সাহায্য করেছে। খেলতে না পারলে এই পরিস্থিতিই হয়। ১২৪ রান তাড়া করা সম্ভব ছিল। এই উইকেটে ব্যাটারের কৌশল ও মেজাজের পরিচয় পাওয়া যায়। প্রতিরোধ করার ক্ষমতা থাকলে রান করা কঠিন নয়।”

দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও এই পিচে সুবিধা পাননি। তবে অধিনায়ক তেম্বা বাভুমা লড়াই করে কার্যকর ৫৫ রানের ইনিংস খেলে প্রমাণ করলেন, ধৈর্য ও টেকনিক থাকলে রান করা সম্ভব। অপরদিকে দুই ইনিংস মেলালেও কোনও ভারতীয় ব্যাটারই হাফসেঞ্চুরির মুখ দেখলেন না।

দ্বিতীয় ইনিংসে স্ট্যান্ড ইন অধিনায়ক ঋষভ পন্থ মাত্র ২ রান করে কট অ্যান্ড বোল্ড হন সাইমন হারমারের বলে। ভারতের সর্বোচ্চ রান তিনে নেমে ওয়াশিংটন সুন্দরের ৩১। দ্বিতীয় সর্বোচ্চ অক্ষর প্যাটেলের ২৬। এছাড়া রবীন্দ্র জাডেজা ১৮ ও ধ্রুব জুরেল ১৩ রান না করলে ভারতের ইনিংস ৯৩-র গণ্ডিও পার হতো না।

ভারতীয় ব্যাটাররা পুরো ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে ১২টি উইকেট হারায়। সাইমন হারমারের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫১ রান খরচ করে ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পান তিনি। মার্কো জ্যানসেন নেন ৫ উইকেট, কেশব মহারাজ পান ৩ উইকেট। স্পিনব্যাকের বিরুদ্ধেই ভারতকে এতটা বিপর্যস্ত হতে দেখে প্রশ্ন উঠছে– তবে কি নিজেদের তৈরি করা উইকেটেই ফাঁস তৈরি করল ভারত?

ম্যাচ আড়াই দিনেই শেষ হলেও ছিল টানটান উত্তেজনায় ভরপুর। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে ভারতের ব্যাটিং ব্যর্থতাই তৈরি করল হার। লক্ষ্য মাত্র ১২৪– আন্তর্জাতিক ক্রিকেটে যা যেকোনও উইকেটে তাড়া করা সম্ভব– তা হয়েও পারল না পন্থের ভারত।

এই হার শুধু সিরিজে পিছিয়ে দেওয়া নয়, ভারতীয় ক্রিকেটমহলের সামনে বড় প্রশ্নও তুলে দিল– স্পিন সহায়ক উইকেটের ভাবনা কি এবার পুনর্বিবেচনা করা উচিত? ইডেনের ইতিহাসে এই ম্যাচ থাকল ভারতীয় ব্যাটসম্যানদের ভুলে যাওয়ার অধ্যায় হিসেবে। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ১৫ বছর পর টেস্ট হার‌– নিঃসন্দেহে তা ভারতীয় ক্রিকেটে গভীর দাগ রেখে গেল।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন