Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন

 

Digital-Library

সমকালীন প্রতিবেদন : শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নব সংস্কারিত ডিজিটাল লাইব্রেরি। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ও অভিভাবকেরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারটি ছিল বহু পুরনো। দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। অবশেষে পর্ষদের সহযোগিতায় সেটির সংস্কার সম্পন্ন হয়েছে। নতুনভাবে সাজানো এই গ্রন্থাগারটি তিনটি ভাগে বিভক্ত‌– একটিতে পুরনো বই, অন্যটিতে নতুন বই এবং তৃতীয় অংশটি সম্পূর্ণ ডিজিটাল রূপে গড়ে তোলা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল দে জানান, “শিক্ষার্থীরা এখন শুধুমাত্র বই নয়, ডিজিটাল মাধ্যমেও তথ্য ও জ্ঞান আহরণ করতে পারবে। এতে পড়াশোনার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। নতুন এই লাইব্রেরিতে ডিজিটাল সংস্করনে ৫ হাজার বই রয়েছে। এছাড়া নতুন ১৫ হাজার এবং পুরনো আরও ৪০ হাজার বই আছে। আগামীদিনে এই আরও আধুনিকীকরণ করা হবে।”

এই লিঙ্কে ক্লিক করে ভিডিও প্রতিবেদন দেখুন :

https://www.facebook.com/share/r/1DNkhCnrEz/

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাস বলেন, “এই উদ্যোগ এই স্কুলের পড়ুয়াদের মোবাইলের প্রতি আসক্তি থেকে কিছুটা হলেও দূরে রাখবে। পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করবে।”

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, “বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আধুনিক এই লাইব্রেরি শিক্ষার্থীদের শেখার মান উন্নত করতে বড় ভূমিকা নেবে।”

বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনের দিন ছাত্র ও অভিভাবকদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস। সকলেরই মত, ডিজিটাল লাইব্রেরির এই উদ্যোগ বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে এক নতুন অধ্যায়ের সূচনা করল।‌ তবে পাশাপাশি প্রশ্ন, আগামী দিনগুলিতে এই ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হবে তো?‌ যে উদ্দেশ্যে এই উদ্যোগ, তা সাফল্যের মুখ দেখার অপেক্ষায় প্রাক্তনীরাও।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন