সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়া সফরে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। তিনটি একদিনের ম্যাচেই তাঁকে সাজঘরে বসে থাকতে হয়। তবে দেশে ফিরে সময় নষ্ট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ ভারতীয় ওপেনার। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিতে রঞ্জি ট্রফির মঞ্চই বেছে নিয়েছেন তিনি।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে খেলতে ইচ্ছাপ্রকাশ করেছেন যশস্বী। ১ নভেম্বর থেকে শুরু হবে সেই ম্যাচ, যেখানে মুম্বইয়ের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে তাঁকে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা মুম্বইয়ের কর্তাদের জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বইয়ের নিয়মিত ওপেনার আয়ুষ মাত্রে সেই ম্যাচে খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে ভারতীয় ‘এ’ দলে। ফলে যশস্বীর ফেরাটা মুম্বইয়ের ওপেনিং লাইনআপে স্বস্তি এনে দিয়েছে।
গত মরশুমের শেষ দিকে যশস্বী মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে খবর। এমনকি গোয়া ক্রিকেট সংস্থার সঙ্গে কথাবার্তাও হয়েছিল তাঁর। তবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে শেষ পর্যন্ত নিজের রাজ্যের দলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এই তরুণ ব্যাটার।
রঞ্জি ট্রফিতে যশস্বীর শেষ ম্যাচ ছিল চলতি বছরের জানুয়ারিতে, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। সে ম্যাচে অবশ্য তিনি বড় রান করতে পারেননি। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৬ রান করে আউট হন। তবে আন্তর্জাতিক মঞ্চে তাঁর সাম্প্রতিক ফর্ম উজ্জ্বল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি, যা তাঁকে টেস্ট দলে স্থায়ী জায়গা পেতে সাহায্য করেছে।
সাদা বলের দলে সুযোগ না পেলেও টেস্ট ক্রিকেটে যশস্বী এখন ভারতের প্রথম একাদশের অবিচ্ছেদ্য অংশ। আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তার আগে ঘরোয়া ক্রিকেটে নিজের ছন্দ ফিরে পেতে মরিয়া মুম্বইয়ের এই তরুণ ব্যাটার। চোখ এখন রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে—যেখানে ব্যাট হাতে আরেকবার নিজের আধিপত্য দেখাতে চান যশস্বী জয়সওয়াল।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন