সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ওডিআই ফরম্যাটে প্রত্যাবর্তন ছিল বিরাট কোহলির জন্য নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু অস্ট্রেলিয়া সফরে সেই অধ্যায় শুরুই হলো ব্যর্থতায়। পার্থে আট বল খেলে শূন্য, আর অ্যাডিলেডে মাত্র চার বল টিকতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। বার্টলেটের ইনসুইং বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। রিভিউ নেওয়ার ইচ্ছা থাকলেও শেষ মুহূর্তে রোহিত শর্মার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বদলান — আর সেই মুহূর্তই যেন বদলে দিল বহু সমর্থকের অনুভূতি।
আউট হওয়ার পর বিরাটের আচরণ নজর কাড়ে মাঠে উপস্থিত হাজারো দর্শকের। অ্যাডিলেড ওভালের গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ্য করে দাঁড়িয়ে হাততালি দেন সমর্থকেরা। বিরাটও থেমে তাঁদের দিকে তাকিয়ে দুই গ্লাভস একসঙ্গে তুলে অভিবাদন জানান। সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে— এ কি বিদায়ের ইঙ্গিত?
ক্রিকেট মহলে এখন জোর জল্পনা, ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর কি তবে সীমিত ওভারের ক্রিকেটকেও বিদায় জানাতে চলেছেন বিরাট কোহলি? একাংশের মতে, সাম্প্রতিক ফর্মহীনতা এবং দীর্ঘ বিরতির পর প্রত্যাশামতো পারফরম্যান্স না আসায় তিনি মানসিকভাবে ক্লান্ত। অন্যদিকে, অনেকেই মনে করছেন এটি শুধুমাত্র দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, অবসরের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
এক সমর্থক লিখেছেন, “দুটি ডাকের পর মনে হচ্ছে বিরাট হয়তো ওডিআই ক্রিকেট থেকেও অবসর নিচ্ছেন।” আবার আরেকজনের বক্তব্য, “ভয় হচ্ছে, সিরিজের মাঝপথেই না হঠাৎ অবসরের ঘোষণা করে দেন।”
প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বিরাট। পার্থ টেস্ট ছিল তাঁর কামব্যাকের সূচনা, কিন্তু প্রত্যাশার সঙ্গে বাস্তবের ব্যবধান স্পষ্ট। ইংল্যান্ড সফর শেষে লন্ডনে ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং ও নেট প্র্যাকটিস করলেও রান আসেনি ব্যাট থেকে। অথচ, এই অ্যাডিলেডেই বিরাটের রয়েছে রানের পাহাড় — ১৫ ইনিংসে ৯৭৫ রান, যা তাঁর অন্যতম প্রিয় ভেন্যু। কিন্তু এ বার সেই অ্যাডিলেডই তাঁকে ফিরিয়ে দিল খালি হাতে।
বিরাট কোহলি এখন নীরব। কিন্তু তাঁর সেই গ্লাভস তোলা অভিবাদন যেন নীরবতার মধ্যেই রেখে গেল হাজারো প্রশ্ন— ক্রিকেটবিশ্বের অন্যতম মহাতারকা কি তবে সত্যিই শেষবারের মতো ব্যাট ধরলেন অ্যাডিলেডের সবুজ ঘাসে? উত্তর দেবে সময়।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন