Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ড গড়লেন শুভমন গিল

 

Shubman-set-records

সমকালীন প্রতিবেদন : ভারতের নতুন প্রজন্মের তারকা ক্রিকেটার শুভমন গিল যেন একের পর এক কীর্তি গড়ে নিজের নামটি ভারতীয় ক্রিকেট ইতিহাসের সোনার পাতায় লিখে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে তিনি শুধু ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেননি, বরং গড়েছেন একাধিক ঐতিহাসিক নজিরও। এই ইনিংসের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসাবে ১,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন গিল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৯৬ বলে ১৬টি চার ও দুটি ছক্কায় সাজানো এই ইনিংস গিলের কেরিয়ারের অন্যতম সেরা। এটিই তাঁর ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট স্কোর। এর আগে ২০২৩ সালে আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি করেছিলেন ১২৮ রান। এই ইনিংসের সঙ্গে গিল অধিনায়ক হিসাবে ১,০০০ রানের গণ্ডি পেরোলেন। টেস্টে তাঁর সংগ্রহ এখন ৯৩৩ রান, টি-টোয়েন্টিতে ১৭০—মোট ১,১০৩ রান। 

ভারতীয় ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসাবে সবচেয়ে দ্রুত ১,০০০ রান পূর্ণ করা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। ১৫ ইনিংসে এই রান তুলে তালিকায় প্রথম বিরাট কোহলি ও সুনীল গাভাসকর।  দ্বিতীয় স্থানে মহম্মদ আজহারউদ্দিন। তৃতীয় স্থানে শুভমন গিল। চতুর্থ স্থানে রোহিত শর্মা।

এই ইনিংসের পর শুভমন গিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন। তাঁর মোট রান এখন ২,৭৫০, যা তাঁকে ঋষভ পন্থ-এর ওপরে তুলে দিয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমনের শতরানের সংখ্যা এখন ১০—যা তাঁকে রোহিত শর্মাকে টপকে এককভাবে শীর্ষে তুলেছে। তৃতীয় স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। এর পর আছেন রাহুল ও পন্থ। ২০২৫ সালের ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসাবে ইতিমধ্যেই পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছেন শুভমন। এর ফলে তিনি স্পর্শ করলেন বিরাট কোহলির রেকর্ড। এর আগে সচিন তেন্ডুলকর এবং কোহলি অধিনায়ক হিসেবে চারটি করে শতরান করেছিলেন।

অধিনায়ক হিসাবে পাঁচটি টেস্ট শতরান করার ফলে শুভমন টপকে গেলেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে, যাঁদের দু’জনেরই রয়েছে চারটি করে শতরান। পাশাপাশি তিনি স্পর্শ করেছেন তিন কিংবদন্তি ভারতীয় অধিনায়কের রেকর্ড—সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং মনসুর আলি খান পতৌদি, যাঁদের অধিনায়কত্বে পাঁচটি করে টেস্ট শতরান ছিল। এই তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি—তাঁর অধিনায়কত্বে টেস্ট শতরানের সংখ্যা ২০। 

অধিনায়ক হিসাবে মাত্র ১২ ইনিংসে পাঁচটি টেস্ট শতরান করে গোটা বিশ্বে গিল এখন দাঁড়িয়ে তৃতীয় স্থানে। রোহিত শর্মার অবসরের পর টেস্ট দলের নেতৃত্বভার পান শুভমন গিল। দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর ব্যাট এবং নেতৃত্বে প্রতিফলিত হচ্ছে এক নতুন আস্থা ও ধারাবাহিকতা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন