Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

"ডি কোম্পানি”র নাম করে ইমেইলে পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবি রিঙ্কু সিং এর কাছে

 

Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : ‌ভারতের তরুণ ক্রিকেট সেনসেশন রিঙ্কু সিং এবার মারাত্মক হুমকির মুখে। দেশের ক্রিকেট দুনিয়ায় নতুন ধাক্কা — আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গ্যাং “ডি কোম্পানি”র নাম করে রিঙ্কুকে দেওয়া হয়েছে খুনের হুমকি। জানা গেছে, তাঁর কাছ থেকে চাওয়া হয়েছে পাঁচ কোটি টাকা মুক্তিপণ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রিঙ্কুর ম্যানেজারের ইমেল আইডিতে একাধিকবার হুমকি আসে। অভিযুক্তরা নিজেদের দাউদ ইব্রাহিমের “ডি কোম্পানি”-র সদস্য বলে পরিচয় দেয়। ইমেল মারফত রিঙ্কুর কাছ থেকে দাবি করা হয় ৫ কোটি টাকা, না হলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রিঙ্কু পুলিশের দ্বারস্থ হন।

পরে তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। দীর্ঘ তদন্তের পর দুই অভিযুক্ত — মহম্মদ দিলশাদ ও মহম্মদ নাভিদ —কে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো থেকে গ্রেফতার করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এক কর্তা জানিয়েছেন, “রিঙ্কু সিংকে পাঠানো হুমকির ইমেলগুলির ভাষা ও যোগাযোগের ধরণ ডি কোম্পানির পূর্ববর্তী অপারেশনের সঙ্গে মিলে যাচ্ছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

বর্তমানে উত্তরপ্রদেশের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে রঞ্জি ট্রফির প্রস্তুতি শিবিরে রয়েছেন রিঙ্কু। তবে নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁর চারপাশে। পরিবারের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিঙ্কুর নিরাপত্তা নিয়ে।

উল্লেখ্য, রিঙ্কু সিং সম্প্রতি ভারতের এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন। ফাইনালে তিনি শেষ বলটিতে চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন — সেই মুহূর্তেই তিনি রাতারাতি জাতীয় নায়কে পরিণত হন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি এবং দুটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন রিঙ্কু।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, রিঙ্কুর বিরুদ্ধে যেভাবে মুক্তিপণের দাবি করা হয়েছিল, তা অনেকটা এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যার ঘটনার সঙ্গে মেলে। তাঁর কাছ থেকেও ১০ কোটি টাকা দাবি করা হয়েছিল, পরে আততায়ীদের হাতে নিহত হন তিনি। দুই ঘটনার নেপথ্যে একই গোষ্ঠীর হাত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

ভারতীয় ক্রিকেটমহলে রিঙ্কুর এই হুমকি ইস্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ভক্ত ও সতীর্থরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা গেছে। যে ক্রিকেটার নিজের ব্যাটে দেশের মুখ উজ্জ্বল করেছেন, তাঁর জীবনে এমন অপরাধচক্রের কালো ছায়া নেমে আসা সত্যিই উদ্বেগজনক। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন