Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

অযোগ্যদের তালিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ এসএসসি-কে

 

List-of-ineligibles-of-SSC

সমকালীন প্রতিবেদন : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রকাশ করা অযোগ্য প্রার্থীদের তালিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। বুধবার এসএসসি মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশনকে আরও বিস্তারিতভাবে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং তা জনসমক্ষে আনতে হবে।

আগের নির্দেশ অনুসারে এসএসসি একটি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল। তবে সর্বোচ্চ আদালতের মতে, সেই তালিকা যথেষ্ট স্পষ্ট নয়। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশে কোনও গোপনীয়তা রাখা চলবে না। বিস্তারিত নামের তালিকা প্রকাশ করতে হবে। নাহলে ভবিষ্যতে ফের আইনি জটিলতা তৈরি হতে পারে।” আদালতের প্রশ্ন, অযোগ্যদের তালিকা এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি কেন? এর উত্তরে এসএসসি ও রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার চাপের কারণে তালিকা প্রকাশ করা যায়নি। তবে আদালতের নির্দেশ মেনে দ্রুত তালিকা প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর একাধিক মামলা হয়েছিল। সেই সমস্ত মামলারই শুনানি ছিল বুধবার। আগের শুনানিতে সুপ্রিম কোর্ট এসএসসি-কে দাগিদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে একটি তালিকা জমা দেয় কমিশন। জানা গিয়েছিল, মোট ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। আদালত এবার জানিয়েছে, সেই তালিকাটি জনসমক্ষে আনা আবশ্যক। পাশাপাশি, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, অযোগ্যদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

বুধবারের শুনানিতে এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কমিশন পরীক্ষার্থীদের ওএমআর কপি সরবরাহ করেছে এবং মডেল উত্তরপত্র প্রকাশ করেছে। তিনি আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্য রাখা হয়েছে। আদালত সে বিষয়ে প্রয়োজনীয় অনুমতিও দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আদালত খুশি হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ নভেম্বর নির্ধারিত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন, যার মধ্যে পরীক্ষা দেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আবেদন করেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন, পরীক্ষা দেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। এই পরীক্ষায় রাজ্যের বাইরে থেকেও বহু প্রার্থী অংশ নেন।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসএসসি সূত্রে জানা গিয়েছে, নতুন করে অযোগ্যদের নামের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে এবং তা সকলের জন্য উন্মুক্ত থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে অযোগ্য প্রার্থীরা যাতে কোনওভাবে নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে না পারে, তার পূর্ণ দায়িত্ব রাজ্যের উপরই থাকছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন