Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

শেষবেলায় ফের দুর্যোগের ছায়া বাংলায়, অতি গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির আশঙ্কা

 

Heavy-rain-expected

সমকালীন প্রতিবেদন : পুজোর আনন্দের শেষ লগ্নে ফের আকাশে জমল কালো মেঘ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বৃহস্পতিবারই। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এর জেরে রাজ্যের বিস্তীর্ণ অংশে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

দশমীর সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দুপুর গড়াতেই শুরু হয় বৃষ্টি — কখনও হালকা, কখনও মাঝারি থেকে ভারী বর্ষণ, সঙ্গে বজ্রপাত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার দিনভর এমন আবহাওয়াই বজায় থাকলো বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয় শহরের একাধিক এলাকা।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সেটি আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে রূপ নেয় এবং শুক্রবার সকাল নাগাদ ওড়িশার গোপালপুর ও পারাদ্বীপের মাঝামাঝি উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে। পুরীর কাছাকাছি এলাকায় এর আঘাত হানার সম্ভাবনা বেশি।

এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রতি ঘণ্টায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার দশমীতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই তিন জেলাতেই জারি হয়েছে কমলা সতর্কতা। 

কলকাতা ও হাওড়াতেও ভারী বৃষ্টির সতর্কতা বহাল রয়েছে। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও নদিয়া জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একাদশী অর্থাৎ শুক্রবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম অংশে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণবঙ্গই নয়, দুর্যোগের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া দফতরের মতে, রবিবার পর্যন্ত রাজ্যের উপর থাকবে এই নিম্নচাপের প্রভাব। সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমবে বলে আশা করা হচ্ছে।

পুজোর আনন্দের মাঝে এই নিম্নচাপের কারণে ফের চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যবাসীর কপালে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করে নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর অনুরোধ করা হয়েছে এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন