সমকালীন প্রতিবেদন : ২০২৪-এ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তারপর থেকে আইপিএল খেলা, আইপিএলের দলকে মেন্টরশিপ প্রদান করা থেকে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকার- বিভিন্ন ভূমিকায় ক্রিকেটের অঙ্গনে দেখা গিয়েছে দীনেশ কার্তিককে। গত মরশুমের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টরও ছিলেন কার্তিক। সেবার আরসিবি চ্যাম্পিয়নও হয়। এবার তাঁকে ফের ব্যাট হাতে দেখা যাবে। শুধু ব্যাটিং নয়, জানা যাচ্ছে ভারতীয় দলকে নেতৃত্বও দেবেন কার্তিক। কিন্তু কীভাবে? সেটা এবার একটু জেনে নেওয়া যাক।
জানা গিয়েছে, হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে দীনেশ কার্তিককে। ইতিমধ্যে তাঁর অধিনায়ক হওয়ার কথা জানিয়েছে হংকং ক্রিকেট বোর্ড। তারা বলেছে, “হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, অধিনায়কের গুণ ও বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার মান অনেক বাড়াবে কার্তিক।”
ভারতীয় দলের অধিনায়ক হতে পেরে কার্তিকও গর্বিত। তিনি বলেন, “হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হওয়া গর্বের। এই প্রতিযোগিতার মান যথেষ্ট ভাল। আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে। তাদের নেতৃত্ব দেওয়া আমার কাছে আনন্দের। আশা করছি, একটা দল হিসাবে আমরা ভাল খেলব। দর্শকদেরও আনন্দ দিতে পারব।”
এই টুর্নামেন্টে খেলবেন রবিচন্দ্রন অশ্বিনও। আইপিএল থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগে। ইতিমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন অশ্বিন। সেখানে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ ও বিগ ব্যাশ লিগও আছে। তবে তার আগে হংকং সিক্সেস এ খেলবেন প্রাক্তন ভারতীয় পেসার।
এই টুর্নামেন্ট নিয়ে তিনি বলেছেন, "এই ফরম্যাটে খেলতে হলে অন্যরকম পরিকল্পনা দরকার। আমি পুরনো সতীর্থদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। তার সঙ্গে কঠিন প্রতিপক্ষ ও প্লেয়ারদের মোকাবিলা করতে হবে। সেটা আমাদের কাছে ভালো চ্যালেঞ্জ হবে।" আগামী ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে হংকং সিক্সেস টুর্নামেন্টের ২১তম সংস্করণ৷
নিঃসন্দেহে বাইশ গজে কার্তিকের বহুল অভিজ্ঞতা অনুরাগীদের উৎসাহিত করার পাশাপাশি প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতার গুণমানও বজায় রাখবে বলে আশা আয়োজকদের৷ তাই এবার এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে রয়েছেন কার্তিক নিজেও। কারণ কেরিয়ারের শেষবেলায় ফের একবার নিজেকে প্রমাণ করার হাতছানি রয়েছে তাঁর সামনে।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন