সমকালীন প্রতিবেদন : চলতি মাসের শেষ দিনেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ অক্টোবর দুপুর ১টা থেকে অনলাইনে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, রাজ্যে এবারই প্রথম উচ্চ মাধ্যমিকে সম্পূর্ণ সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এই ব্যবস্থায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠক্রম ভাগ করা হয়েছে মোট চারটি সেমিস্টারে। একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় এবং দ্বাদশ শ্রেণির তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসেবে পরীক্ষা নেওয়া হচ্ছে।
তৃতীয় সেমিস্টারের পরীক্ষা—যা মূলত দ্বাদশ শ্রেণির প্রথম পর্ব—গত ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ওএমআর শিটে অনুষ্ঠিত হয়। পরীক্ষার মাত্র ৩৯ দিনের মধ্যেই সংসদ ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীরা অনলাইনে মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক নম্বর এবং পার্সেন্টাইল স্কোর জানতে পারবেন।
এই সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পুজোর আগেই, তাই উৎসবের পরেই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলাফল দেখা যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সরকারি ওয়েবসাইটে। সংসদ ইতিমধ্যেই ঘোষণা করেছে, দ্বাদশ শ্রেণির দ্বিতীয় তথা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী বছরের ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
দুটি সেমিস্টারের প্রাপ্ত নম্বর যোগ করেই দ্বাদশ শ্রেণির চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। একইভাবে, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের ফলও ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশিত হওয়ার কথা। আগামী ফেব্রুয়ারিতে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে, যার সম্মিলিত ফলের ভিত্তিতেই নির্ধারিত হবে একাদশ শ্রেণির গ্রেড ও র্যাঙ্কিং।
অক্টোবরের শুরুতেই চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রের ধরন নিয়ে বিভ্রান্তি দূর করতে নতুন বিজ্ঞপ্তি জারি করে সংসদ। ৩ অক্টোবর ২০২৫-এর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রে নির্দিষ্ট সূত্র (2x) অনুসারে প্রশ্ন দেওয়া হবে—অর্থাৎ, পরীক্ষার্থীকে যতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, তার দ্বিগুণ প্রশ্ন থাকবে। সব ধরনের প্রশ্নেই বিকল্প থাকবে এবং তা একই ইউনিট বা অধ্যায় থেকে বেছে নেওয়া হবে।
চলতি বছরের এপ্রিল মাসে সংসদ রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে সেমিস্টার পদ্ধতি চালুর ঘোষণা করে। নতুন ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক বা ১০+২ পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে মূল্যায়নের সুযোগ পান।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “নতুন সেমিস্টার পদ্ধতির প্রথম ফলাফল প্রকাশ আমাদের কাছে একটি বড় পদক্ষেপ। সময়মতো ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতি সহজ হবে।”









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন