সমকালীন প্রতিবেদন : দীর্ঘ বিরতির পর ফের টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ ফিরছে ইডেন গার্ডেন্সে। আগামী ১৪ নভেম্বর থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হবে বহুল প্রতীক্ষিত টেস্ট ম্যাচ। পাঁচ দিনের এই ক্রিকেট উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিএবি জানিয়েছে, দীপাবলির শুভ দিনে, অর্থাৎ ২০ অক্টোবর সোমবার থেকেই ইডেন টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বুকিং করা যাচ্ছে District by Zomato অ্যাপের মাধ্যমে।
সিএবি সূত্রে জানা গিয়েছে, দর্শকদের সুবিধার্থে টেস্টের টিকিটের দাম রাখা হয়েছে সাধারণের নাগালের মধ্যেই। একদিনের টিকিটের সর্বনিম্ন মূল্য ৬০ টাকা, আর পাঁচ দিনের জন্য সিজন টিকিটের দাম নির্ধারিত হয়েছে ৩০০, ৭৫০, ১০০০ ও ১২৫০ টাকা। যারা সম্পূর্ণ পাঁচ দিনের খেলা দেখতে চান, তাঁদের জন্য এই সিজন টিকিট বিশেষভাবে উপযোগী।
প্রথমে পরিকল্পনা ছিল দীপাবলির পর থেকে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত সিএবি দীপাবলির দিনই বিক্রি শুরু করার সিদ্ধান্ত নেয়, যাতে উৎসবের আমেজে ক্রিকেটপ্রেমীরা আগেভাগে টিকিট সংগ্রহ করতে পারেন। এই টেস্টে নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়ক শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে একতরফা জয় তুলে নেওয়ার পর ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে দিল্লিতে হওয়ার কথা থাকলেও সূচি পরিবর্তনের পর টেস্টটি স্থানান্তরিত হয়েছে কলকাতায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ দিয়েই ইন্ডিয়ার নতুন চক্র শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। বর্তমানে ভারত চতুর্থ স্থানে নেমে এসেছে, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে সপ্তম স্থানে। ফলে ইডেনের টেস্ট শুধু মর্যাদার লড়াই নয়, পয়েন্ট টেবিলে অবস্থান দৃঢ় করারও সুযোগ টিম ইন্ডিয়ার কাছে।
ইডেন গার্ডেন্সে শেষবার টেস্ট হয়েছিল কয়েক বছর আগে। সেই স্মৃতি ফিরিয়ে আনতে প্রস্তুত হচ্ছে কলকাতা— সাজছে স্টেডিয়াম, গ্যালারি, ক্লাব হাউস। শুভমান গিল, যশস্বী, জাদেজা, বুমরা, শ্রেয়সদের উপস্থিতিতে এক উৎসবমুখর ক্রিকেট সপ্তাহের অপেক্ষায় পুরো শহর।
সিএবি সভাপতি জানিয়েছেন, “ইডেন মানেই ভারতীয় ক্রিকেটের আবেগ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দর্শকরা যাতে সহজে টিকিট পেতে পারেন, সেই ব্যবস্থাই আমরা করেছি।” ইডেনের দর্শকেরা শেষ পর্যন্ত এই ম্যাচ কতটা উৎসাহের সঙ্গে উপভোগ করতে পারেন, সেটাই এখন দেখার।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন