সমকালীন প্রতিবেদন : সাদা বলের পর লাল বলের ক্রিকেটেও দাপট দেখাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই তিন ব্যাটারের সেঞ্চুরির উপর ভর করে ম্যাচে চালকের আসনে টিম ইন্ডিয়া। তবে তিনজনের মধ্যে এদিন নজর কাড়ে ধ্রুব জুরেলের অভিনব সেলিব্রেশন। শতরান করে ‘গার্ড অফ অনার’ স্টাইলে ব্যাট উঁচিয়ে সেলিব্রেট করেন ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটার।
কিন্তু কেন এই সেলিব্রেশন? এর নেপথ্য কারণ আপনাকেও গর্বিত করবে। এটা ছিল ধ্রুব জুরেলের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাই তিনি সেঞ্চুরি উৎসর্গ করেন ভারতীয় সেনাকে। আহমেদাবাদে টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করে ১২৫ রানের ইনিংস খেলেন জুরেল। এদিন হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর বাবাকে শ্রদ্ধা জানাতে সেনা-সেলুট দেন জুরেল। আর সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট উঁচিয়ে করেন অভিনব সেলিব্রেশন।
আসলে ধ্রুবের বাবা কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার এক বীর যোদ্ধা ছিলেন। তাই বাবার সঙ্গে সমগ্র ভারতীয় সেনাকে এই সেঞ্চুরি উৎসর্গ করলেন জুরেল। এই প্রসঙ্গে তিনি বলেন, “হাফ-সেঞ্চুরি করে বাবাকে স্যালুট করেছি। তবে সেঞ্চুরি সেলিব্রেশনের ব্যাপারটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। ছোটবেলা থেকেই আমি সেনার খুব কাছাকাছি থেকেছি, বাবাকে দেখেছি। মাঠে আমরা যা করি, তার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তাঁদের লড়াইয়ের তুলনা চলে না। আমার শ্রদ্ধা সবসময় তাঁদের জন্য থাকবে।”
পাশাপাশি, এদিন সেঞ্চুরি হাঁকিয়ে দুই কিংবদন্তি ক্রিকেটারকে ছুঁলেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে শতরান হাঁকালেন জুরেল। এর ফলে তাঁর নাম জুড়ে গেল মহেন্দ্র সিং ধোনি এবং ফারুখ ইঞ্জিনিয়ারের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে।
টিম ইন্ডিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধোনি ২০১১ সালে ইডেন গার্ডেন্সে ১৪৪ রান করেছিলেন। আর ফারুখ ইঞ্জিনিয়ারের সেঞ্চুরি এসেছিল ১৯৬৭ সালে, চেন্নাই টেস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি সেই টেস্টে করেছিলেন ১০৯ রান। এবার সেই তালিকায় জুড়ে গেল জুরেলের নামও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন