Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

দীপাবলির আগে ‌৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য

 

DA-increased

সমকালীন প্রতিবেদন : উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এসেছে বড় আর্থিক সুখবর। মহানবমীর দিন কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও ৩ শতাংশ বাড়ানো হবে। চলতি বছরের ১ জুলাই থেকে রেট্রোস্পেকটিভ এফেক্টে এই নতুন হার কার্যকর হবে। অর্থাৎ জুলাই, অগস্ট ও সেপ্টেম্বর মাসের এরিয়ার অর্থ একসঙ্গে অক্টোবরের বেতনের সঙ্গে প্রদান করা হবে। দীপাবলির আগেই এই অতিরিক্ত অর্থ হাতে পেয়ে অনেকটা স্বস্তি মিলবে সংসারে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তে সারা দেশের প্রায় ১.১৫ কোটি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। এর মধ্যে প্রায় ৪৮.৬৬ লক্ষ কর্মী এবং ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। এই বছরের মার্চ মাসেই কেন্দ্রীয় সরকার ডিএ ২ শতাংশ বাড়িয়েছিল। তখন ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ৫৫ শতাংশে। তার আগে ২০২৪ সালের অক্টোবরে ৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল। 

এবার আরও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা দাঁড়াবে ৫৮ শতাংশে। সপ্তম পে কমিশনের অধীনে থাকা সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী এই সুবিধা পাবেন। উদাহরণস্বরূপ, যদি কারও বেসিক বেতন ৩০,০০০ টাকা হয়, তবে নতুন হারে তিনি মাসে অতিরিক্ত ৯০০ টাকা পাবেন। আর যাঁর বেসিক বেতন ৪০,০০০ টাকা, তাঁর ডিএ বাড়বে ১,২০০ টাকা।

সাধারণত, মূল্যবৃদ্ধির হার ও কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ভিত্তিতেই মহার্ঘ ভাতা সমন্বয় করা হয়। মুদ্রাস্ফীতির চাপ থেকে কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। মহামারির সময় তিনবার ডিএ স্থগিত থাকলেও ২০২১ সাল থেকে তা ফের চালু করা হয়। তারপর থেকে নিয়মিত ডিএ বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার।

নতুন হারে ডিএ কার্যকর হওয়ায় কেন্দ্রীয় কর্মীদের হাতে অক্টোবর মাসেই বড় অঙ্কের টাকা আসবে। জুলাই থেকে সেপ্টেম্বরের এরিয়ার অর্থ একসঙ্গে অক্টোবরের বেতনের সঙ্গে মিটিয়ে দেওয়া হবে। ফলে উৎসবের মরশুমে সংসারে অতিরিক্ত খরচ মেটাতে সুবিধা হবে। একজন কর্মীর বেসিক বেতন যদি ৫০,০০০ টাকা হয়, তবে ৫৫ শতাংশ হারে তিনি এখন পর্যন্ত ডিএ হিসেবে পেতেন ২৬,৫০০ টাকা। 

এবার নতুন বৃদ্ধির ফলে সেই অঙ্ক আরও বাড়বে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে চলেছে বহুল প্রতীক্ষিত অষ্টম পে কমিশন। কর্মচারী সংগঠনগুলির দাবি, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর করা হোক। কমিশন কার্যকর হলে বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে কেন্দ্রীয় কর্মীদের মধ্যে। 

তবে ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কেন্দ্র ও রাজ্যের ডিএ বন্টনের পার্থক্য নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি কেন্দ্র সরকার নতুন জিএসটি কাঠামো চালু করেছে সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে। এবার চাকরিজীবীদের মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে সহায়তা করতেই ফের বাড়ানো হল মহার্ঘ ভাতা।

সব মিলিয়ে, উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মীদের জন্য এটি নিঃসন্দেহে বড় উপহার। নতুন ডিএ কার্যকর হলে ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা – আর তার হাত ধরেই দীপাবলির আগে সংসারে ঢুকবে আরও খানিকটা স্বস্তির আলো।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন