Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

‌বিজেপি সাংসদের উপর হামলার প্রতিবাদে বনগাঁয় বিজেপির রাস্তা অবরোধ

BJP-roadblock

সমকালীন প্রতিবেদন : উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মাঝেই ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে সোমবার বনগাঁয় সরব হল বিজেপি নেতৃত্ব। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাটার মোড়ে বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ ও রাস্তা অবরোধে সামিল হন। প্রায় অর্ধঘণ্টা ধরে চলা এই কর্মসূচির জেরে এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়।

অবরোধে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ সহ একাধিক একাধিক নেতৃত্ব এবং বহু কর্মী-সমর্থক। বিক্ষোভ মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিধায়ক। 

অশোক কীর্তনিয়া বলেন, “২৬ সাল হবে এই তৃণমূল সরকারের বিসর্জন। বদল হবে, বদলাও হবে।” তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনকে হাতিয়ার করে গণতন্ত্র বিরোধী কাজ করছেন। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে অন্যায় ‘খেলা’ খেলছেন, তা গণতান্ত্রিক নয়, সম্পূর্ণ অন্যায়”।

বিক্ষোভ চলাকালীন রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। হামলার সঙ্গে যুক্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানায় গেরুয়া শিবির। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বিজেপি কর্মীদের বক্তব্য, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে সারা বাংলা স্তব্ধ করে দেওয়া হবে।

অন্যদিকে, হামলার ঘটনায় তৃণমূলের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের জেলা নেতা প্রসেনজিৎ ঘোষের দাবি, “উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে বিজেপির জনপ্রতিনিধিরা ত্রাণ দিতে গিয়ে রাজনীতি করছিলেন। এতে ক্ষুব্ধ স্থানীয় মানুষ প্রতিবাদ জানিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন