Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

জাতীয় দলে বড় দায়িত্ব পেয়েই নিজেকে প্রমাণ করলেন শ্রেয়স আইয়ার

 

Shreyas-Iyer

সমকালীন প্রতিবেদন : গত আইপিএলে তাঁর ব্যাট থেকে ভুরিভুরি রান এসেছিল। পঞ্জাব কিংসকে টুর্নামেন্টের ফাইনালে তোলার পেছনে তাঁর অবদানই ছিল বিরাট। অধিনায়ক হিসেবে সাফল্যও পেয়েছেন এই ফরম্যাটে। তারপর কিছুটা সময় জাতীয় দলে ব্রাত্য ছিলেন। কিন্তু তারপর ফের নীল জার্সি গায়ে চড়তে চলেছে আইপিএল জয়ী অধিনায়কের। 

সদ্য অস্ট্রেলিয়া সফরের জন্য ওডিআই ক্রিকেটে ভারতীয় দলে নতুন ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে। তাঁর ডেপুটি শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে ভারত 'এ' দলের ক্যাপ্টেন হিসেবে সিরিজ জেতালেন শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে নিজেও দুর্দান্ত পারফর্ম করলেন।

এবার শ্রেয়সের নেতৃত্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলকে হারাল ভারত 'এ' দল। লাল-বলের ক্রিকেটে দুটি ম্যাচ খেলেছিল ভারত ও অস্ট্রেলিয়া 'এ' দল। প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিজেদের নামে করেছিল ভারত 'এ' দল। ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্ব দিলেন শ্রেয়স আইয়ার। 

অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪০০-র উপর স্কোর গড়েছিল ভারত। তাতে সেঞ্চুরি করেছিলেন প্রিয়াংশ আর্য এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন শ্রেয়স। অনবদ্য পারফর্ম করেছিলেন তিলক ভার্মা। যদিও বোর্ডে বড় রান ছিল না। অস্ট্রেলিয়া 'এ' দল সেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল। 

তৃতীয় ম্যাচটি কার্যত সিরিজের ফাইনাল ছিল। আর তাতে ২ উইকেটে জয় ভারত 'এ' দলের। তৃতীয় ওয়ান ডে-তে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 'এ' দল। আক্রমণাত্মক ক্রিকেটে মন দেন অজি ক্রিকেটাররা। বাঁ হাতি পেসার অর্শদীপ সিং অনবদ্য বোলিং করেন। ২টি মেডেন। নেন ৩ উইকেট। ইকোনমিও দুর্দান্ত অর্শদীপের। 

আর এক পেসার হর্ষিত রানা তিন উইকেট নিলেও প্রচুর রান খরচ করেছেন। ৩১৬ রানে অলআউট অস্ট্রেলিয়া 'এ' দল। ৩১৭ রানের বিশাল টার্গেট দাঁড়ায় শ্রেয়সদের সামনে। রান তাড়ায় অভিষেক শর্মা ভালো শুরু করেও মাত্র ২২ রানে ফেরেন। তিনে নামা তিলক এদিন রান পাননি। 

ওপেনার প্রভসিমরনের সঙ্গে দারুণ জুটি ক্যাপ্টেন শ্রেয়সের। সেঞ্চুরি করেন প্রভসিমরন। শ্রেয়সের অবদান ৬২ রান। গত দু-ম্যাচের মতো এই ম্যাচেও হাফসেঞ্চুরি রিয়ান পরাগের। শেষ দিকে কিছুক্ষণের জন্য খেই হারায় ভারত দল। তবে দুই বোলার বিপরাজ নিগম ও অর্শদীপ সিং ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ৪ ওভার বাকি থাকতেই ২ উইকেটে জয়। 

এর মাধ্যমে সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত 'এ' দল। এদিকে এই সিরিজ জয়ের ফলে আরও কিছুটা বাড়তি আত্মবিশ্বাস পেলেন তিনি। কারণ সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তাতে আবার ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শ্রেয়সকে। তাই এই সিরিজ জয় তাঁর জন্য বাড়তি অক্সিজেন যে সরবরাহ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন