সমকালীন প্রতিবেদন : আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে পুজোর আগেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ — দুই অঞ্চলেই বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়া — এই ১০টি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই কারণে ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
তবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়নি। এই সময়ে রাজ্যের অধিকাংশ জেলায় — কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া — কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকবে।
উত্তরবঙ্গেও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই কারণে ওই তিন জেলায়ও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনও সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি অক্ষরেখার অবস্থান ও স্থানীয় জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বুধবার দক্ষিণ ও উত্তরবঙ্গ উভয় অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন