সমকালীন প্রতিবেদন : সিএএ এবং এসআইআর নিয়ে চলতে থাকা বিতর্কের আবহে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার মতুয়া ভক্তরা। শনিবার বিহারের ছাপরা এলাকায় অনুষ্ঠিত বৈঠকে তাঁকে বাংলায় আমন্ত্রণ জানানোর পাশাপাশি মতুয়াদের দাবি–দাওয়া ও আন্দোলনের কথা তুলে ধরেন তারা।
প্রসঙ্গত, শুক্রবার বনগাঁ থেকে প্রায় ২৫–৩০ জনের একটি মতুয়া প্রতিনিধি দল রওনা হয় বিহারের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে তারা শনিবার সকালে ছাপরায় পৌঁছায়। সকাল ন’টা পনেরো থেকে সাড়ে ন’টা পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ মিনিট রাহুল গান্ধীর সঙ্গে তাদের বৈঠক হয়।
সাক্ষাতে মতুয়া ভক্তরা জানান, সিএএ–এর নামে মতুয়াদের বেনাগরিক করার চেষ্টা করছে কেন্দ্র। এর বিরুদ্ধে রাহুল গান্ধী যেভাবে দেশজুড়ে আন্দোলন করছেন, তারা তার সমর্থন জানাতে এসেছেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, মতুয়া সমাজের ন্যায্য অধিকার রক্ষার লড়াইয়ে কংগ্রেসকে পাশে চাইছে তারা।
বৈঠকে রাহুল গান্ধীকে মতুয়া ধর্মের প্রতীকস্বরূপ মালা ও গামছা উপহার দেওয়া হয়। পাশাপাশি মতুয়া মহাসংঘ এবং হরিচাঁদ–গুরুচাঁদ ঠাকুরের সামাজিক অবদানের বিষয়ে তাঁকে অবহিত করা হয়। জানা গিয়েছে, রাহুল গান্ধী মনোযোগ সহকারে মতুয়া সমাজের কথা শোনেন এবং তাদের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধি দলে থাকা ভক্তদের দাবি, তাঁরা রাহুল গান্ধীকে আনুষ্ঠানিকভাবে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের কথায়, “আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে রাহুলজি জানিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গে আসতে আগ্রহী।”
মতুয়া মহাসংঘের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধীর বাংলায় আগমন হলে মতুয়া ভক্তরা তাদের দাবি ও আন্দোলনের বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে পারবেন। রাজনৈতিক মহলের মতে, এই সাক্ষাৎ ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন