সমকালীন প্রতিবেদন : রাজ্য সরকারের ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পকে সফল উদ্যোগ বলে উল্লেখ করে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর রাজনৈতিক চর্চার মুখে পড়লেন বাগদা ব্লকের কোনিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গিতু বিশ্বাস। বিজেপির এই উপপ্রধানের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা ঘিরে সরগরম হয়ে উঠল রাজনীতি।
শুক্রবার কোনিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলা প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রকল্পের শিবির চলছিল। সেখানেই গিতু বিশ্বাস বলেন, “শিবির থেকে সাধারণ মানুষের ভাল সাড়া পাচ্ছি। একজন পঞ্চায়েত প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।”
এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বাগদা পশ্চিম ব্লক সভাপতি নিউটন বালা বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কারণে বিজেপির কাছে হয়তো ভৎসনার শিকার হবেন তিনি। কিন্তু সত্যিটা বলার সাহস দেখিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা প্রাপ্য।” তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকেও উপপ্রধানের বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। বাগদা আই সেলের মুখপাত্র জয়ন্ত বিশ্বাসের কথায়, “তিনি শিরদাঁড়া সোজা করে সত্যিই বলেছেন।”
যদিও গিতু বিশ্বাস এব্যাপারে পরে পরিষ্কার করে জানান, তিনি তৃণমূল কংগ্রেসকে নয়, কেবলমাত্র প্রকল্পের জন্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমরা যদি আগামী দিনে ক্ষমতায় আসি, বিজেপি সরকার আরও নতুন প্রকল্প আনবে।”
অন্যদিকে বিজেপি নেতা দেবদাস মন্ডল অভিযোগ করেছেন, “তৃণমূলের দুষ্কৃতীরা চাপ সৃষ্টি করে উপপ্রধানকে দিয়ে এসব বলিয়েছে। সবটাই তৃণমূলের সাজানো নাটক।” অতএব, ‘আমার পাড়া, আমার সমাধান’ শিবিরকে ঘিরে সাধারণ মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া যেমন প্রকাশ পাচ্ছে, তেমনই তার আঁচ পড়ছে রাজনৈতিক মহলেও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ঘটনাকে কেন্দ্র করে এখন সরগরম বাগদার রাজনৈতিক অঙ্গন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন