সমকালীন প্রতিবেদন : টাকার গদিতে ঘুমোবেন আপনি! প্রচুর পরিশ্রমের পরেও টাকা আসছে না? একটা আয়নাতেই হবে কিস্তিমাত! পাঁচ টোটকাতেই বদলে যাবে কপাল। খুলবে সৌভাগ্যের দুয়ার। তিন মন্ত্রও দারুন পাওয়ারফুল, যা থাকবে এই প্রতিবেদনে। কি করবেন? কি করলে টাকা আসবে? কিভাবে থাকবে টাকা? সব ডিটেলস থাকবে আজকের আলোচনায়।
সখ, আনন্দ, আহ্লাদ, ঘোরা বেড়ানো থেকে পার্লার বা পছন্দসই জামা কাপড়, কোন চাহিদায় মিটবে না টাকা-পয়সা ছাড়া। জীবনে টাকার সমস্যা থাকলে কোনও কাজই ঠিকমতো করা যায় না। কিন্তু কেন এমন হচ্ছে? কেন টাকা-পয়সা আপনার কাছে আসছে না? সেটা ভেবে দেখেছেন? এর নেপথ্যে থাকতে পারে নানা কারণ। জন্মছকে গ্রহের খারাপ অবস্থান সেগুলোর মধ্যে একটি হতে পারে। তাহলে এক্ষেত্রে আপনার ঠিক কি করনীয়? আপনি বলবেন আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন। কিন্তু তারপরেও অনেক সময় পরিমিত টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে না।
ঠিক এই জায়গাটায় রেক্টিফাই করতে হবে। যখন দেখছেন অর্থ সমস্যা আপনার পিছু ছাড়ছে না, যখন দেখছেন টাকা-পয়সার জন্য আপনার মন ভেঙে যাচ্ছে, কাজ করার ইচ্ছে শক্তিটাই হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই টোটকা নিয়ম নিষ্ঠার সাথে পালন করে আপনি দেখতে পারেন। শাস্ত্রমতে, কয়েকটি সহজ টোটকার কথা বলা রয়েছে। সেগুলি নিষ্ঠাভরে পালন করলেই হবে অর্থসমস্যার সমাধান। সঙ্গে পাঠ করতে হবে সহজ কিছু মন্ত্র। জীবন থেকে আর্থিক কষ্ট বিদায় নেবে নিশ্চিত। প্রথমে বলব টোটকা, তারপর মন্ত্র।
এক, এই পয়েন্টটা খুব সিম্পল। কিন্ত খুব গুরুত্বপূর্ণ। ঘর অগোছালো ও নোংরা রাখা যাবে না। কথিত রয়েছে, অগোছালো ঘরে মা লক্ষ্মী থাকতে পছন্দ করেন না। তাই ঘর গুছিয়ে না রাখলে শত চেষ্টা করলেও মা লক্ষ্মী আপনার কাছে আসবে না। তাই ঘর সব সময় গুছিয়ে রাখতে হবে। সঙ্গে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
দুই, প্রতি শনিবার করে কালো কুকুরদের খাবার খাওয়ান। এই কাজ করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মনে করা হয়।
তিন, এটাও কিন্তু খুব ইম্পরট্যান্ট। ভগবান কুবের ও মা লক্ষ্মীর উপাসনা করুন। তাঁদের আশীর্বাদে টাকাপয়সার সকল সমস্যা কেটে যাবে নিশ্চিত।
চার, একটা পাত্রে কিছুটা নুন নিয়ে বাড়ির উত্তর-পূর্ব কোণে রেখে দিন। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে, অর্থলাভের পথে থাকা বাধাও কেটে যাবে।
পাঁচ, শুরুতেই বলেছিলাম আয়নার কথা। ঠিক, টাকা রাখার জায়গায় একটা আয়না রাখুন। অনেকেই জানেন না যে আয়না সম্পদ আকর্ষণ করতে সাহায্য করে। ঘরে টাকা রাখার জায়গার আশপাশে একটা আয়না রাখতে পারলে আর্থিক সমস্যা কিছুটা হলেও আপনার পিছু ছাড়বে। এমন কঠিন কিছু টোটকা নয়। তাই এই পাঁচটা টোটকা মধ্যে যেকোনো দুটো বা তিনটে আপনি ট্রাই করে দেখতে পারেন। সঙ্গে পাঠ করুন গায়ত্রী মন্ত্র।
গায়ত্রী মন্ত্র : গায়ত্রী মন্ত্র পাঠের গুণ অনেক। জীবনের অন্যান্য বহু সমস্যার সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতেও সাহায্য করে এই মন্ত্র। নিষ্ঠাভরে, শান্ত মাথায় নিয়মিত গায়ত্রী মন্ত্র পাঠ করে দেখুন। নিজেই তফাত বুঝতে পারবেন।
কুবের মন্ত্র : ভগবান কুবের হলেন ধনসম্পদের দেবতা। প্রতিদিন সকালে উঠে স্নান করে কুবেরের মন্ত্র পাঠ করতে পারলে অর্থ সম্পর্কিত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
গণেশ মন্ত্র : গণেশের আশীর্বাদে জীবন ধনসম্পদে ভরে ওঠে। তাই গণেশ মন্ত্র পাঠ করতে পারলেও ভাল ফল পাবেন। তবে নিষ্ঠা সহযোগে, মন দিয়ে মন্ত্রটি পাঠ করতে হবে।
এই টোটকা আর মন্ত্র পাঠ করলে জীবন থেকে আর্থিক কষ্ট বিদায় নেবে নিশ্চিত। তবে ধৈর্য হারালে চলবে না। আর এই সময়টায় একদমই ভেঙে পড়বেন না। সুসময় আসবেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন