সমকালীন প্রতিবেদন : জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসাবে অভিষেক সিরিজে লেটার মার্কস নিয়েই পাশ করেছেন ভারতের বর্তমান লাল বলের অধিনায়ক শুভমন গিল। তাঁর নেতৃত্বে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। অধিনায়কের চাপ সামলে তিনি ব্যাট হাতেও সফল হয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। এবার অধিনায়ক শুভমনের উপর ভরসা দেখাল উত্তরাঞ্চল।
আসন্ন দলীপ ট্রফির জন্য এই পাঞ্জাব পুত্তরকেই বেছে নিয়েছেন উত্তরাঞ্চলের নির্বাচকরা। জানা গিয়েছে ইংল্যান্ড সফরের সাফল্যের জন্যই শুভমনকে অধিনায়ক করা হয়েছে। যদিও শর্তাবলী প্রযোজ্য রয়েছে। সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেল। স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদব, খলিল আহমেদও। যদিও জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের।
শুভমন গিলকে ক্যাপ্টেন করা হলেও পুরো টুর্নামেন্টে তিনিই নেতৃত্ব দেবেন, নিশ্চয়তা নেই। ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। শুভমন গিল যদি টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরেন, সেক্ষেত্রে দলীপে তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন অঙ্কিত কুমার। আর শুভমনের পরিবর্তে স্কোয়াডে আসবেন শুভম রোহিলা। একই ভাবে অর্শদীপ সিং, হর্ষিত রানা এশিয়া কাপে খেললে তাঁদের পরিবর্তে স্কোয়াডে আসবেন গুরননুর ব্রার ও অনুজ ঠাকরাল।
ধ্রুব জুরেলের নেতৃত্বাধীন সেন্ট্রাল জোনের স্কোয়াডে উত্তর প্রদেশের কুলদীপ যাদব থাকলেও রিঙ্কু সিংকে রাখা হয়নি। এর থেকে বলা যেতে পারে, এশিয়া কাপের প্রস্তুতির জন্যই তাঁকে আপাতত রেড বলের ক্রিকেটে রাখা হয়নি। ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে অটোমেটিক চয়েস রিঙ্কু সিং। এবারের দলীপ ট্রফি শুরু হবে ২৮ অগস্ট। উভয় সেমিফাইনাল হবে ৪ সেপ্টেম্বর, আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। উত্তরাঞ্চল ছাড়া দলীপের বাকি দলগুলি হল- পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল. দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল।
দলীপ ট্রফিতে নর্থ জোন স্কোয়াড : শুভমন গিল (ক্যাপ্টেন), শুভমন খাজুরিয়া, অঙ্কিত কুমার (ভাইস ক্যাপ্টেন), আয়ুষ বাদোনি, যশ ধূল, অঙ্কিত কলসি, নিশান্ত সিন্ধু, সাহিল লোটরা, মায়াঙ্ক ডাগর, যুধবীর সিং, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, আকিব নবি, কানহাইয়া ওয়াধাবান।
নর্থ জোনের দলে স্ট্যান্ড বাই : শুভম অরোরা, জসকরণবীর সিং, রবি চৌহান, আবিদ মুস্তাক, নিশুক বিরলা, উমর নাজির, দিবেশ শর্মা।
সেন্ট্রাল জোন স্কোয়াড : ধ্রুব জুরেল (ক্যাপ্টেন) রজত পাতিদার, আর্য জুয়েল, দানিশ মালেবর, সঞ্চিত দেশাই, কুলদীপ যাদব, আদিত্য ঠাকারে, দীপক চাহার, সারাংশ জৈন, আয়ুষ পান্ডে, শুভম শর্মা, যশ রাঠোর, হর্ষ দুবে, মানব সুথার, খলিল আহমেদ।
এক্ষেত্রে স্ট্যান্ড বাই : মাধব কৌশিক, যশ ঠাকুর, যুবরাজ চৌধুরি, মহিপাল লোমরোর, কুলদীপ সেন, উপেন্দ্র যাদব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন