Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৫ জুলাই, ২০২৫

বনগাঁয় ১০ হাজার চারাগাছ বিতরণ

Sapling-distribution

সমকালীন প্রতিবেদন : ‌প্রকৃতিকে আরও বেশি করে সবুজে ভরিয়ে তুলতে প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে চারাগাছ বিতরণ করল বনগাঁর ইউনিভার্সাল প্লাইউড কর্তৃপক্ষ। শনিবার উল্টোরথের দিন সকালে প্রতিষ্ঠানের ছয়ঘরিয়ার কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ব্যবসার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালনের দৃষ্টান্তও গড়ল এই প্রতিষ্ঠান। 

গত বছর আজকের দিনেই পথচলা শুরু করে বনগাঁর এই প্লাইউড তৈরির কারখানাটি। কারখানার কর্ণধার প্রদীপ দে জানান, দৈনন্দিন জীবনে মানুষের নানা প্রয়োজনে কাঠের জন্য গাছ কাটতে হচ্ছে। পাশাপাশি, এই গাছ মানুষের সুস্থভাবে জীবনধারণের জন্য অপরিহার্য। তাই যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, তার কয়েকগুন বেশি গাছ রোপণ করা প্রয়োজন। না হলে প্রকৃতি তার ভারসাম্য হারাবে। আর তার প্রভাব পড়বে মানুষের জীবনে। সেই কারণে আরও বেশি পরিমাণে যাতে গাছ রোপণ করা সম্ভব হয়, তার উদ্যোগ নিয়েছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি। 

প্লাই তৈরির জন্য যে সব ছোট ছোট কারবারীরা যে সব স্থান থেকে গাছ কেটে এই কারখানায় সরবরাহ করেন, তাদের হাত দিয়েই সেইসব স্থানে নতুন করে দ্বিগুন পরিমানে চারাগাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠানটি। আর তাই ভিন রাজ্য থেকে উন্নত প্রজাতীর ইউক্যালিপটাস গাছের প্রায় ১০ হাজার চারা আনার ব্যবস্থা করা হয়েছে। এদিন তারই একটি বড় অংশ বিভিন্নজনের হাতে তুলে দেওয়া হল। 

বনগাঁ মহকুমায় যতগুলি কাঠ ব্যবসায়ীদের প্রতিষ্ঠান আছে, তাদের প্রত্যেকের মাধ্যমে এই সমস্ত চারাগাছ মহকুমার বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে শুধু শহরেই নয়, আশেপাশের গ্রামীণ এলাকাতেও ছড়িয়ে পড়বে এই সবুজ উদ্যোগ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার কমলেশ সাহানী, বনগাঁ ব্লক শিল্প উন্নয়ন আধিকারিক দেবাশিষ হালদার, বনগাঁ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন