সমকালীন প্রতিবেদন : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর চাপে ছিল টিম ইন্ডিয়া। সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক শুভমান গিল থেকে শুরু করে দলের ফিল্ডিং, বোলিং ও লোয়ার অর্ডার ব্যাটাররা। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে যেন একেবারে অন্য চেহারায় ধরা দিল ভারতীয় দল। সেই রূপান্তরের মূলে রয়েছেন স্বয়ং অধিনায়ক গিল। ব্যাট হাতে একাই রেকর্ডের পাহাড় গড়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখে দিলেন তিনি।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুভমান গিলের ব্যাট থেকে এল দুরন্ত ২৬৯ রানের ইনিংস। ৩৮৭ বলে সাজানো এই ইনিংসে রয়েছে ৩০টি চার ও তিনটি ছক্কা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের ফলে শুধু দলকে চাপে ফিরিয়েই দিলেন না, নিজের নামও বসালেন একাধিক নজিরে। গিল এখন ভারতের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক রান করা অধিনায়ক। এই মাইলফলক ছুঁয়ে তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে, যিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৪ রানে অপরাজিত ছিলেন।
একই সঙ্গে গিল হলেন বিরাটের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক, যিনি টেস্টে ২৫০ রান বা তার বেশি করেছেন। তাও আবার বিদেশের মাটিতে, যা এই রেকর্ডের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। গিলের ব্যাট থেকে এসেছে আরও এক ঐতিহাসিক রেকর্ড। তিনি হলেন প্রথম ভারতীয় অধিনায়ক, যিনি ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করলেন। এজবাস্টনে তাঁর ডাবল সেঞ্চুরি এসেছে মাত্র ৩১১ বলে।
এছাড়াও গিল ভারতের ইতিহাসে টেস্টে দ্বিশতরান করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক। মাত্র ২৫ বছর ২৯৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। তাঁর আগে রয়েছেন কেবল মনসুর আলি খান পতৌদি, যিনি ২৩ বছর বয়সে দ্বিশতরান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধেই। এজবাস্টনে এক ইনিংসে সর্বোচ্চ রানের দিক থেকেও গিল আছেন পঞ্চম স্থানে। ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে এটিই চতুর্থ সর্বোচ্চ টেস্ট স্কোর।
শুধু ভারতীয় রেকর্ড নয়, আন্তর্জাতিক মঞ্চেও জায়গা করে নিয়েছেন গিল। তিনি এখন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অর্থাৎ সেনা দেশগুলিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক। এই তালিকায় তিনিই একমাত্র, যিনি এই কঠিন বিদেশের পরিবেশে এত বড় ইনিংস খেলেছেন। তাঁর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের, যিনি ২০১১ সালে লর্ডসে করেছিলেন ১৯৩ রান।
এছাড়া ২৫০ রানের ইনিংস খেলা বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন শুভমান গিল। তাঁর আগে রয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ, যিনি ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই বার্মিংহামে করেছিলেন ২৫৯ রান। বিদেশের মাটিতে এক ইনিংসে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটারদের তালিকাতেও নাম উঠে এসেছে গিলের। এই তালিকায় শীর্ষে রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। গিলের ২৬৯ রান তাঁকে এই তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছে।
গিল এবার ছাড়িয়ে গিয়েছেন কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকরকেও। ইংল্যান্ডে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার এখন শুভমান গিল। গাভাসকর ১৯৭৯ সালে ওভালে করেছিলেন ২২১ রান। শুভমান গিলের এই ইনিংস নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট দুনিয়া। এখন দেখার, সিরিজের বাকি ম্যাচগুলোতে গিল ও তাঁর টিম ইন্ডিয়া কীভাবে এই ছন্দ ধরে রাখতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন