Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২ জুলাই, ২০২৫

গাইঘাটায় ভুয়ো কনস্টেবল সেজে প্রতারণা, গ্রেফতার যুবক

 

Fake-constable

সমকালীন প্রতিবেদন : পুলিশের পোশাক পরে এক বছর ধরে এলাকায় ঘোরাফেরা, সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড, নিজেকে ‘কনস্টেবল’ পরিচয়ে পরিচিত করানো—সবই ছিল সাজানো নাটক! শেষপর্যন্ত সেই নাটকের পর্দা ফাঁস করল গাইঘাটা থানার পুলিশ। মঙ্গলবার ধরা পড়ল ভুয়ো পুলিশ কনস্টেবল। অভিযুক্তের নাম অঙ্কিত ঘোষ। বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অঙ্কিত দীর্ঘদিন ধরেই পুলিশ কনস্টেবলের পোশাক পরে নিজেকে প্রকৃত পুলিশ হিসেবে পরিচয় দিচ্ছিল। পুলিশের নেমপ্লেট, বেল্ট, টুপি সহ পুরো পোশাক পরে সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত এবং সেই ছবি নিয়মিত আপলোড করত সোশ্যাল মিডিয়ায়। এমনকি প্রতিবেশীদের কাছেও সে পরিচয় দিত, সে গাইঘাটা থানার অধীনে ডিউটিতে রয়েছে এবং বিকাশ ভবনে পোস্টিং। দিনের পর দিন সেই মিথ্যা অভিনয় চালিয়ে গিয়েছে অঙ্কিত।


সম্প্রতি গাইঘাটা থানায় খবর আসে, চৌরঙ্গী এলাকায় এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে পুলিশ নজরদারি শুরু করে এবং অঙ্কিতের গতিবিধি খুঁটিয়ে লক্ষ্য করতে থাকে। মঙ্গলবার তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। কনস্টেবল হিসেবে কোনও প্রশিক্ষণ বা নিয়োগ সংক্রান্ত নথিপত্র দেখাতে না পারায় সন্দেহ আরও গভীর হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।


অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক পুলিশের পোশাক, নেমপ্লেট, আইডি কার্ড সদৃশ নথিপত্র ও অন্যান্য সরঞ্জাম। সবকিছুই ভুয়ো বলে প্রমাণ পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অঙ্কিত তার পরিবারকেও বিভ্রান্ত করেছিল। পরিবারের সদস্যদের সে জানায়, পুলিশের পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে এবং নিয়মিত ডিউটিতে যাচ্ছে। এই বিশ্বাস থেকেই পরিবারও তার বিরুদ্ধে কোনও সন্দেহ করেনি।


ধৃত অঙ্কিতের বাবা জানিয়েছেন, অঙ্কিত পুলিশে চাকরির পরীক্ষা দিয়েছিল। পরে সে বাড়িতে জানায় যে, সে পরীক্ষায় পাশ করে পুলিশের চাকরি পেয়েছে। ওর কথায় বিশ্বাস করে বাড়ির লোকেরা। কিন্তু গোটাটাই যে মিথ্যা, তা বিশ্বাস হচ্ছে না পরিবারের লোকেদের। গাইঘাটা থানার পুলিশ ইতিমধ্যেই প্রতারণা ও সরকারি কর্মচারী সেজে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেই দিকেও তদন্ত চালাচ্ছে।


এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ব্যক্তি বছরের পর বছর পুলিশের পোশাক পরে খোলাখুলিভাবে ঘুরে বেড়াতে পারে, অথচ কোনও পর্যায়ে তা নজরে আসেনি প্রশাসনের? পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অঙ্কিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে দেখা হচ্ছে, সে আর কোথায় কোথায় নিজেকে পুলিশ পরিচয় দিয়েছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন