Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বনগাঁ অঙ্গন ‌সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিলি

 

Bonga-Angan

সমকালীন প্রতিবেদন : অভাবী–মেধাবী পড়ুয়াদের শিক্ষার সামগ্রী প্রদান মূল কাজ হলেও এবার একটু অন্য পথে হাঁটলো বনগাঁর স্বেচ্ছাসেবী সংস্থা 'বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি'‌। রবিবার সংস্থার উদ্যোগে গাছের চারা বিলি এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। 

দীর্ঘ কয়েক বছর ধরেই বনগাঁ মহকুমা সহ অন্যান্য জেলার অভাবী–মেধাবী পড়ুয়াদের মধ্যে পাঠ্যবই সহ পড়াশোনার সামগ্রী প্রদান করে আসছে বনগাঁর এই সংস্থাটি। এই সংস্থার মাধ্যমে সহযোগিতা পেয়ে ইতিমধ্যেই অনেক পড়ুয়া আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। কাজের পরিধিও বেড়েছে এই সংস্থার। 

শিক্ষাক্ষেত্রে কাজ করার পাশাপাশি এবার বনসৃজনের কাজে উদ্যোগী হলো এই সংস্থা। আর সেই উদ্দেশ্যেই রবিবার গাইঘাটা থানার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের মধ্যে ফলের গাছের চারা বিলি করার পাশাপাশি রাস্তার ধারে বৃক্ষরোপণ করা হলো। এদিন সংস্থার পক্ষ থেকে ১২০টি ফলের গাছ গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩০ টি বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয় রাস্তার ধারে। 

সংস্থার সম্পাদক কানাইলাল শীল জানান, 'বছর দুয়েক আগে ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের নোড়াদহ থেকে ঝাউডাঙা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার বেড়ি গোপালপুর রোডের ধারে বিভিন্ন কারণে ৩২ টি গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু নতুন করে সেখানে সরকারি বা বেসরকারিভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়নি। এই খবর পাওয়ার পরেই আমরা সংস্থার পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে, ওই রাস্তার ধারে বৃক্ষরোপণ করব। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এদিন বেড়ি গোপালপুর রোডের ধারে ৩০ টি গাছ রোপন করা হয়।‌'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন