সমকালীন প্রতিবেদন : একেই বলে সাহসিকতা। চোট পাওয়া পায়ের ব্যথা-যন্ত্রণা সবই উপেক্ষা করা যায় মনের জোর থাকলে। বরাবরই ভয়ডরহীন মানসিকতার ঋষভ পন্থ চোট উপেক্ষা করে সবাইকে চমকে দিয়ে নেমে পড়লেন ব্যাট করতে। প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে যখন তিনি মাঠে নামছেন, তখন গোটা স্টেডিয়াম কুর্নিশ জানাচ্ছে ভারতের সহ-অধিনায়ককে। অসম্ভবকে সম্ভব করে ফের ব্যাট করতে নামলেন পন্থ।
ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট খেলতে নেমেছে ভারত৷ এই টেস্টে হার মানেই সিরিজও খোয়াবে টিম ইন্ডিয়া৷ ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট হাতে চেনা ভঙ্গিতে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছিলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের ময়দানে বুধবার একের পর এক স্বভাবোচিত কায়দায় উদ্ভট শটে চাপে ফেলে দিচ্ছিলেন ব্রিটিশ বোলারদের। ঠিক সেই সময়ই ঘটল অঘটন। ক্রিস ওকসের ইয়র্কার তাঁর ডান পায়ের পাতায়… রিভার্স সুইপ করতে গিয়ে বল ব্যাটের কিনারা ঘুরে সোজা গিয়ে লাগল বুটে।
তড়িঘড়ি ছুটে এলেন ফিজিও। জুতো খুলতেই দেখা গেল, গোড়ালি ও পায়ের পাতা ফুলে গেছে। তীব্র যন্ত্রণায় মাঠেই গড়াগড়ি দিতে থাকেন পন্থ। ব্যথা এতটাই প্রবল ছিল যে, শেষমেশ গলফ কার্টে চাপিয়ে তাঁকে মাঠ ছাড়াতে হয়। প্রাথমিকভাবে মনে করা হয়, পন্থের ‘মেটাটারসাল’ হাড়ে চিড় ধরেছে। এই অবস্থায় শুধু এই টেস্টই নয়, বাকি সিরিজ থেকেও ঋষভ ছিটকে যেতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করা হয়। আর তা যদি হয়, তাহলে এই টেস্টে বিরাট চাপে পড়তে হবে ভারতকে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, ম্যাচের দ্বিতীয় দিন সবাইকে চমকে দিলেন ঋষভ। ম্যাঞ্চেস্টারে প্রথম দিন চোট পাওয়া ঋষভকে তার পরেও খেলার বাইরে রাখা গেল না। শার্দূল ঠাকুর আউট হওয়ার পর ভাঙা পায়েই ব্যাট করতে নামলেন ভারতীয় এই অদম্য ব্যাটার। দেখা যায়, সিঁড়ির রেলিং ধরে ধরে নামছেন পন্থ। বোঝা যাচ্ছিল, তাঁর পায়ে যন্ত্রণা হচ্ছে। মাঠে ঢোকার আগে মাটিতে হাত দিয়ে প্রণামও করেন পন্থ।
ব্যাট করতে নামলেও পন্থ দৌড়াতে পারবেন কি না, সে দিকেও সংশয় ছিল সকলের। সেই সংশয়েরও জবাব দিলেন তিনি। স্বাভাবিক ছন্দে দৌড়াতে পারছিলেন না পন্থ। খুঁড়িয়ে খুঁড়িয়েই রান নেন তিনি। এদিকে, এদিন মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই বৃষ্টি নামে ম্যাঞ্চেস্টারে। ফলে বন্ধ হয়ে যায় খেলা।
সময়ের আগে মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়। ভারতের রান তখন ৬ উইকেটে ৩২১। এদিনই বিসিসিআই এর পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে বলা হয় যে, দলের চাহিদা মেনে ঋষভ পন্থ ব্যাট হাতে মাঠে নামবেন। তবে তাঁর জায়গায় উইকেট কিপিং এর দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন